ডালমাছিয়া (Dal machia recipe in Bengali)

Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

#ডালশান
ছোট বাচ্চারা অনেকসময়ই ডাল-ভাত-সব্জি খেতে চায় না, তখন এভাবে ডাল বানিয়ে ভাতের সাথে সাজিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে।

ডালমাছিয়া (Dal machia recipe in Bengali)

#ডালশান
ছোট বাচ্চারা অনেকসময়ই ডাল-ভাত-সব্জি খেতে চায় না, তখন এভাবে ডাল বানিয়ে ভাতের সাথে সাজিয়ে দিলে বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি হয়ে খেয়ে নেবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১/২ কাপ মুসুর ডাল
  2. ১/২ কাপ মুগ ডাল
  3. ১/২ কাপ মটরশুঁটি
  4. ১/২ কাপ গাজর (ছোট টুকরো করা)
  5. ১/২ কাপ বীনস (ছোট টুকরো করা)
  6. ১ টা টমেটো (ছোট টুকরো করা)
  7. ১ চা চামচ আদা বাটা
  8. ১ টা তেজপাতা
  9. ১ টা শুকনো লঙ্কা
  10. ১ টা কাঁচা লঙ্কা
  11. ১ টা দারচিনি
  12. ১ চা চামচ হলুদ
  13. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  14. ১ টেবিল চামচ গোটা জিরে
  15. ১ টেবিল চামচ চিনি
  16. ১ চা চামচ ঘি
  17. ২ কাপ গরম জল
  18. ১ টেবিল চামচ সর্ষের তেল
  19. স্বাদ মত নুন
  20. ১টিআলু সেদ্ধ

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মুগ ডালকে শুকনো খোলায় ভেজে ভালো করে ধুয়ে নিন। মুসুর ডালকে ভালো করে ধুয়ে মুগডালের সাথে মিশিয়ে নুন ও ১ কাপ গরম জল দিয়ে সেদ্ধ করে হাতা বা ম্যাসার দিয়ে ডালটা একটু ঘেটে নিতে হবে। এর সাথে বাকী সব উপকরণ একসাথে করে নিন।

  2. 2

    এবারে কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে দারচিনি, তারপর তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে ২ মিনিট ভেজে নিন। এবারে বাকী সব সব্জি ও কাঁচা লঙ্কা দিয়ে আরও ৩-৪ মিনিট ভাজতে হবে।

  3. 3

    সব ভাজা হয়ে গেলে কড়াইতে মুগ-মুসুর মেশানো সেদ্ধ ডাল, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন।

  4. 4

    এবারে যে পাত্রে সেদ্ধ ডাল রেখেছিলাম তাতে বাকী গরম জল ঢেলে সেই বাটিধোয়া গরম জল কড়াইতে দিয়ে স্বাদমত নুন ও পুরো আদাবাটা দিয়ে ২ মিনিট কড়াইটি ঢাকা দিয়ে রাখলেই সব একসাথে মিশে যাবে।

  5. 5

    এরপর ঢাকনা খুলে চিনি ও ঘি মিশিয়ে দিলেই তৈরী হয়ে যাবে সব্জি দিয়ে মুগ-মুসুর ডাল। তারপর কিছুটা ডালকে শুকিয়ে একটু আলু সেদ্ধ আর চটকনো ভাত দিয়ে ভালো করে মাখিয়ে মাছের আকারে তৈরি করে দিলে বাচ্চারা খুশি মনে খেয়ে নেবে

  6. 6

    গরম ভাত বা রুটি দুইয়ের সাথেই এই ডাল খুব ভালো লাগবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Raktima Kundu
Raktima Kundu @KhongBongDhong
Kolkata

মন্তব্যগুলি (4)

Dipayan Sadhukhan
Dipayan Sadhukhan @Dipayan
খুব সুন্দর সাজানো , দারুন হয়েছে

Similar Recipes