ডাল পুরি (Daal puri recipe in Bengali)

SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata

ডাল পুরি (Daal puri recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা 30 মিনিট
2 জন
  1. মন্ড
  2. 1.5 কাপময়দা
  3. স্বাদমতোনুন
  4. পরিমান মতোতেল
  5. 1 চা চামচভাজা মশলা
  6. 1 চা চামচগোটা জিড়ে
  7. 1 চা চামচগোটা ধনে
  8. 2 টিশুকনো লঙ্কা
  9. পুর
  10. 50 গ্রামছোলার ডাল
  11. 1 চা চামচভাজা মশলা
  12. স্বাদ মতোনুন
  13. 1/2 চা চামচহিং
  14. 1/2 চা চামচগরম মশলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা 30 মিনিট
  1. 1

    1.5 কাপ ময়দা, নুন ও ময়াম দিয়ে ভালো করে মেখে রেখে দিতে হবে কমপক্ষে 30 মিনিট.

  2. 2

    কড়াইতে গোটা জিড়ে, গোটা ধনে ও শুকনো লঙ্কা নেড়ে নিয়ে গুঁড়ো করে ভাজা মশলা তৈরি করে নেব

  3. 3

    এবার আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল (কমপক্ষে 2 ঘন্টা) 2টো সিটি দিয়ে প্রেসার কুকারে শেদ্ধ করে নেব একটু নুন ও 2 টো তেজ পাতা দিয়ে. শেদ্ধ করা ডাল ঠান্ডা হয়ে এলে জল ফেলে দিয়ে মিক্সার এ পেষ্ট করে নেব.

  4. 4

    এখন একটি কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে হিং দেব ও এরপর ঐ ডালের পেষ্টটা দিয়ে হালকা হাতে নাড়ব. এই সময়েই নুন, ভাজা মশলা ও গরম মশলা গুঁড়ো দিয়ে দেব ও নাড়ব যতক্ষণ না পুরটা ভালো ভাবে ঝরঝরা হয়.

  5. 5

    এরপর পুর ঠান্ডা হলে ময়দার মন্ড থেকে লেচি কেটে তাতে পুর ভরতে হবে.

  6. 6

    এরপর কড়াইতে তেল দিয়ে হালকা গরম হলে পুর ভরা লেচি তেল দিয়ে বেলে গরম তেলে ভেজে নিলেই তৈরী ডালপুরি..

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
SNEHA NANDY
SNEHA NANDY @snehamnandy
Kolkata
I love making bengali food. I love to cook ; it give me happiness & peace...
আরও পড়ুন

Similar Recipes