আলুর চপ (Aloor chop recipe in Bengali)

Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727

#SampaBanerjee

আলুর চপ এক কথায় স্ট্রিট ফুড গ্রুপের একটি প্রিয় খাবার। সস্তা মুখরোচক। লকডাউন সব বন্ধ আর আমার খেতে খুব ইচ্ছে হলো বাড়ীতে বানিয়ে আজ খেলাম মন্দ হয় নি। করোনা কালে বাইরের খাবার খাওয়া টা প্রচন্ড ভয়ের ব্যাপার। মুড়ি আর আলুর চপ আমার খুব পছন্দের।

আলুর চপ (Aloor chop recipe in Bengali)

#SampaBanerjee

আলুর চপ এক কথায় স্ট্রিট ফুড গ্রুপের একটি প্রিয় খাবার। সস্তা মুখরোচক। লকডাউন সব বন্ধ আর আমার খেতে খুব ইচ্ছে হলো বাড়ীতে বানিয়ে আজ খেলাম মন্দ হয় নি। করোনা কালে বাইরের খাবার খাওয়া টা প্রচন্ড ভয়ের ব্যাপার। মুড়ি আর আলুর চপ আমার খুব পছন্দের।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
২ জন
  1. ২টিআলু
  2. ১চা চামচআদা ও কাঁচা লঙ্কা বাটা
  3. ১ চা চামচপাঁচফোড়ন
  4. ১/৪চা চামচলঙ্কা গুঁড়ো
  5. ১/২চা চামচহলুদ গুঁড়ো
  6. ১/৪চা চামচজিরে গুঁড়ো
  7. ১টিশুকনো লঙ্কা
  8. ১/২ চা চামচভাজা মশলা (জিরে ও শুকনো লঙ্কা শুকনো ভেজে গুঁড়ো)
  9. ১/২চা চামচকালো জিরে
  10. ১/৪চা চামচচিনি
  11. স্বাদ মতনুন
  12. ৪ টেবিল চামচ বেসন
  13. প্রয়োজন অনুযায়ীজল
  14. ১/২ কাপ তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    আলু সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে ভাঙ্গা ভাঙ্গা করে নিতে হবে।কড়া তে তেল গরম করে শুকনো লঙ্কা ও পাঁচ ফোড়ন ৩০ সেকেন্ড ভাজলে ভাজা ভাজা গন্ধ বের হবে তখন আদা ও কাঁচা লংকা বাটা কড়া র ফোড়ন এ দিয়ে দিতে হবে। আঁচ কমিয়ে দিতে হবে। আলু সিদ্ধ, হলুদ গুঁড়ো ও লংকা গুঁড়ো ও জিরে গুঁড়ো মিশিয়ে নাড়া চাড়া করে নিতে হবে ৩/৪ মিনিটের জন্য।

  2. 2

    আলুর পুর তৈরি। ঠান্ডা করতে দিতে হবে। এসময় চিনি মিশিয়ে নিতে হবে। নুন, হলুদ গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো বেসন এর ব্যাটার তৈরি করে নিতে হবে। আলুর বল বানিয়ে দুই হাতের মাঝে রেখে চাপ দিয়ে যথা সম্ভব চ্যাপটা করে বানিয়ে বেসনে লেপ্টে নিতে হবে।

  3. 3

    কড়া তে তেল গরম করে দুই পিঠ লাল করে ভেজে তুলে নিতে হবে। মুড়ি র সাথে বা চা কফির সঙ্গে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Runu Chowdhury
Runu Chowdhury @cook_20969727
আমি রান্না নিয়ে অনেক রকম ঘরোয়া গবেষনা করতে ভালোবাসি। প্রথাগত রান্না আমার খুবই প্রিয়। রান্নাবান্না আমার কয়েকটি সখের মধ্যে অন্যতম একটি।
আরও পড়ুন

Similar Recipes