পুরভরা টমেটোর দম

Payel Das
Payel Das @cook_27862476

#পছন্দেররেসিপি #sunanda

পুরভরা টমেটোর দম

#পছন্দেররেসিপি #sunanda

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-40 মিনিট
2 জনের জন্য
  1. 4 টেটমেটো (লাল দেশি হলে ভালো হয়)
  2. 1 চা চামচরসুন কুচি
  3. 2 চা চামচআদা কুচি
  4. 1 টা পেঁয়াজ কুচি
  5. 3-4 টেলঙ্কা কুচি
  6. 1 টা মাঝারি আলু সেদ্ধ গ্রেড করা
  7. 1 কাপনারকেল কোরা
  8. 2-3 চা চামচধনেপাতা কুচি
  9. 7-8 টাবড়ো চিংড়ি মাছ কুচি বা কুচো চিংড়ি হলে 1 কাপ
  10. 3-4 চা চামচঘি
  11. 1 চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  12. পরিমাণ মতগোটা গরম মসলা (2 তো এলাচ, 2-3 লবঙ্গ, 2-3 টে গোলমরিচ, 1টুকরো দারচিনি)
  13. 1 টাতেজপাতা
  14. 1 টাশুকনো লঙ্কা
  15. 1 টাটমেটো বাটা
  16. 1 চা চামচজিরে গুঁড়ো
  17. 5-6 চা চামচপোস্ত বাটা
  18. 7-8 টাকাজু বাটা
  19. 2 চা চামচহলুদ গুঁড়ো
  20. 1 কাপটকদই
  21. 8-10 টালঙ্কা বাটা
  22. 2 টেবিল চামচফ্রেশ ক্রিম
  23. 1 টা বড়পেঁয়াজ বাটা
  24. 2 টো বড় পেঁয়াজের বেরেস্তা
  25. 3-4 টেনারকেলের রিং টুকরো

রান্নার নির্দেশ সমূহ

30-40 মিনিট
  1. 1

    টমেটো টাকে হালকা করে পুড়িয়ে সামনের দিকটা কেঁটে বীজ বার করেনিতে হবে আর পেছনের দিকটা একটু হাল্কা করে কেটে নিতে হবে যাতে কড়াইতে ভালো করে বসতে পারে |

  2. 2

    পুর তৈরি :
    কড়াইতে তেল গরম করে তাতে প্রথমে রসুন কুচি দিয়ে একটু নেড়ে আদাকুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভাজা করেনিতে হবে | এবার তাতে চিংড়ি মাছ টা দিয়ে নেড়ে তাতে হলুদ আর লংকা বাটা 1 চামচ দিয়ে আবারো ভালো করে নেড়ে নিতে হবে | সব ভাজা হলে গ্রেড করা আলু দিয়ে মিশিয়ে নুন টেস্ট মতন দিয়ে কষিয়ে নামানোর আগে ধনেপাতা কুচি মিশিয়ে নামিয়ে নিতে হবে |

  3. 3

    এবার টমেটো গুলোর মধ্যে পুর ভরে রেডি করতে হবে |এবার করাই টে ঘি দিয়ে ভালো করে পুর ভরা টমেটো গুলোকে ভেজে নিতে হবে |

  4. 4

    গ্রেভি তৈরি :টমেটো ভাজার কড়াইতে তেজপাতা আর গোটা গরম মসলা সাথে শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে | এবার তাতে 1টা পেয়াজ বাটা, 1টা টমেটো বাটা দিয়ে ভাজা করতে হবে | কাঁচা গন্ধ ছেড়েগেলে তাতে 2তো পেয়াজ এর বেরেস্তা বাটা, হলুদ, নুন, মিষ্টি, জিরে গুঁড়ো দিয়ে আবারো ভেজে নিতে হবে | এবার তাতে কাজু বাদাম বাটা আর পোস্ত বাটা টা দিয়ে একটু নেড়েই ফাটানো টকদই দিয়ে নাড়তে হবে | গ্রেভি থেকে তেল ছেড়ে গেলে টমোটো গুলো দিয়ে দিতে হবে | 2-3 মিনিট হলে নারকেল কুড়া আর ফ্রেশ ক্রিম দিয়ে আঁচ বন্ধ করে 10মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে |

  5. 5

    পরিবেশন : এবার একটা প্লেটে গ্রাভিটি ঢেলে টমেটো গুলো গ্রেভির উপর বসিয়ে দিতে হবে | উপর থেকে নারকেল কোরা আর নারকেলের রিং টুকরো দিয়ে পরিবেশন করুন |

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Payel Das
Payel Das @cook_27862476

Similar Recipes