রাভা ভেজি বাইট (Rawa vege bite recipe in Bengali)

Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

#AsahiKaseiIndia
#Nooilrecipe
সম্পূর্ণ বিনা তেলে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু এই জলখাবার টি আমার পরিবারের সদস্যদের খুব প্রিয় তাই আমি এটা প্রায় ই বানিয়ে থাকি।

রাভা ভেজি বাইট (Rawa vege bite recipe in Bengali)

#AsahiKaseiIndia
#Nooilrecipe
সম্পূর্ণ বিনা তেলে তৈরি স্বাস্থ্যকর ও সুস্বাদু এই জলখাবার টি আমার পরিবারের সদস্যদের খুব প্রিয় তাই আমি এটা প্রায় ই বানিয়ে থাকি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
3 জন
  1. 1 কাপমিহি সুজি
  2. 2টেবিল চামচ গাজর কুচি
  3. 2টেবিল চামচ ক্যাপ্সিকাম কুচি
  4. 2টেবিল চামচ পেঁয়াজ কুচি
  5. 50 গ্রামপনির
  6. পরিমাণ মতো টমেটো সস
  7. স্বাদমতোলবণ
  8. 1 চা চামচগোলমরিচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    সুজির মধ্যে লবণ মিশিয়ে, গরম জল দিয়ে মেখে নিতে হবে। মেখে রাখা সুজির মন্ড 15 মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    গাজর কুচি ক্যাপ্সিকাম কুচি পেঁয়াজ কুচি ও গ্রেট করা পনিরে লবণ ও গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নিতে হবে।

  3. 3

    15 মিনিট পর সুজির মন্ড থেকে লেচি কেটে রুটি বেলে নিতে হবে।

  4. 4

    বেলে নেওয়া রুটির উপর টমেটো সস লাগিয়ে, তার ওপর তৈরি করে রাখা মিশ্রণ দিয়ে রোল করে নিতে হবে।

  5. 5

    একটি পাত্রে জল দিয়ে, তার ওপর ফুটো থালা বসিয়ে, এতে সুজির রোল 10 মিনিট ভাপে দিতে হবে।

  6. 6

    10 মিনিট পর সেদ্ধ হয়ে গেলে নামিয়ে স্লাইস করে কেটে নিয়ে পরিবেশন করতে হবে রাভা ভেজি বাইট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhuchhanda Guha
Madhuchhanda Guha @Madhur_Rasanaloy
Bengaluru

Similar Recipes