পটলের ডালনা (potoler dalna recipe in Bengali)

Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া

#ebook06
#Week7
এই রান্না সম্পূর্ণভাবে নিরামিষ
এই রান্নায় পটলের খোসা ছাড়াই নি কারন খোসা ছাড়ালে পটলের পুষ্টিগুন কমে যাই।

পটলের ডালনা (potoler dalna recipe in Bengali)

#ebook06
#Week7
এই রান্না সম্পূর্ণভাবে নিরামিষ
এই রান্নায় পটলের খোসা ছাড়াই নি কারন খোসা ছাড়ালে পটলের পুষ্টিগুন কমে যাই।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 200 গ্রামপটল ডুমো করে কাটা
  2. 1/2 চা চামচআদা বাটা
  3. 10 টাকাজু বাদাম বাটা
  4. 1 টা বড় টমেটো কুচি
  5. 1 টেবিল চামচটমেটো সস
  6. 2টো+ 1টুকরো+2টো+5টালবঙ্গ, দারুচিনি ও এলাচ, দারুচিনি বাটা
  7. 1 টুকরো+1+1 টাদারুচিনি ও এলাচ, তেজপাতা ফোঁড়ন
  8. 1/2 চা চামচগোটা জিরে
  9. 1 টেবিল চামচপোস্ত বাটা
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচ জিরে ও ধনে গুঁড়ো
  12. স্বাদ মতলবণ
  13. 1 চা চামচসব্জী মশলা
  14. 1 টা কাঁচা লঙ্কা
  15. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  16. পরিমাণ মতসর্ষে তেল
  17. 1 টেবিল চামচঘি
  18. পরিমাণ মতজল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে তেল গরম করে পটল লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    এরপর আবারো কড়াইতে তেল গরম করে তেজপাতা গোটা জিরা দারুচিনি এলাচ ফাটিয়ে নাড়াচাড়া করে টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আদা বাটা পোস্ত বাটা,কাজু বাটা,গরম মসলা বাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে হলুদগুঁড়ো জিরেগুঁড়ো ধনে গুড়ো লবণ,টমেটো সস,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে ভালো করে কসিয়ে নিতে হবে

  3. 3

    অল্প জল দিয়ে মশলাটা ফুটিয়ে নিয়ে নিতে হবে তারপর জল মজে এলে ভাজা পটল ও সব্জি মশলা ও চেরা কাঁচা লঙ্কা দিয়ে আবারো কিছুক্ষণ কসিয়ে জল দিয়ে ফুটতে দিতে হবে তারপর পটল সেদ্ধ হয়ে রসা রসা হলে ঘি দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিতে হবে

  4. 4

    এরপর গরম ভাত রুটি বা পরোটা বা লুচির সঙ্গে পরিবেশন করুন পটলের ডালনা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pinki Chakraborty
Pinki Chakraborty @Pinkilovescookpad
বাঁকুড়া
আমি রান্না করতে খুব ভালোবাসি।নতুন নতুন রেসিপি বানাতে ও শিখতে খুব ভালো লাগে ।
আরও পড়ুন

Similar Recipes