ইলিশ পোলাও (illish pulao recipe in Bengali)

Rina Das
Rina Das @cook_17348736

#fd#week4

ইলিশ পোলাও (illish pulao recipe in Bengali)

#fd#week4

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-45 মিনিট
4-5 জনের জন্য
  1. 4 কাপগোবিন্দ ভোগ চাল
  2. 5-6 পিসবাংলাদেশের ইলিশ
  3. 4 টা বড় পেঁয়াজ কুচি
  4. 1 টা বড় পেঁয়াজ বাটা
  5. 1 কাপবেরেস্তা
  6. 4-5 টাগোটা কাঁচালঙ্কা
  7. 4টেবিল চামচ টকদই
  8. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 1টেবিল চামচ চিনি
  11. স্বাদ মতনুন
  12. 1 কাপসরিষার তেল
  13. 8-9 টাগোটা গোলমরিচ
  14. 2-3 টেতেজপাতা
  15. 4 টেছোট এলাচ

রান্নার নির্দেশ সমূহ

30-45 মিনিট
  1. 1

    প্রথমে চাল ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিতে হবে।

  2. 2

    এবার মাছটা কে ম্যারিনেট করে নেবো একটা পাত্রে টকদই, ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে লাল লঙ্কাগুঁড়ো, নুন সব একসাথে মিশিয়ে মাছগুলো দিয়ে মাখিয়ে 15-20 মিনিট রেখে দিলাম।

  3. 3

    এরপর বড় তলা মোটা কড়াইতে তেল দিয়ে বেরেস্তা বানিয়ে নিলাম। ঐ তেলে পিঁয়াজ কুচি দিয়ে ভেজে নেবো হালকা ব্রাউন হওয়া পর্যন্ত, তারপর বাটা পিঁয়াজ দিয়ে ভালো করে ভেজে ম্যারিনেট করা ইলিশ দিয়ে 3-4 টে গোটা কাঁচালঙ্কা দিয়ে 8-9 মিনিট রান্না করে নেবো।

  4. 4

    8-9 মিনিট পড়ে মাছগুলো হালকা হাতে তুলে নিলাম ঐ মশলার মধ্যে তেজপাতা, গোটা গোলমরিচ,ছোট এলাচ দিয়ে নেড়ে ধুয়ে রাখা জল ঝড়ানো চাল দিয়ে 10 মিনিট ভেজে নিলাম চাল টাকে।

  5. 5

    এবার আখনির জল দিয়ে মিডিয়াম আঁচে 10 মিনিট রেখে তারপর লো আঁচে চাল সিদ্ধ হওয়ার অপেক্ষা করলাম ।

  6. 6

    জল 90 শতাংশ শুকিয়ে গেছে হালকা হাতে নেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে ভাতটা দুভাগে ভাগ করে নিয়ে তুলে রাখা মাছ গুলো সাজিয়ে দিলাম

  7. 7

    মাছগুলো সাজিয়ে তার উপরে বেরেস্তা মাছের সাথে রান্না করা কাঁচালঙ্কা দিয়ে বাকি অর্ধেক ভাতটা দিয়ে আবার ও বেরেস্তা ছড়িয়ে ঢেকে একটা তাওয়াতে কড়াইটা বসিয়ে 10 মিনিট অল্প আঁচে রেখে তারপর গ্যাসঅফ করে কিছুক্ষণ রেখে দিতে হবে।

  8. 8

    তারপর পরিবেশ করলাম🙏

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rina Das
Rina Das @cook_17348736

Similar Recipes