সোয়াবিন চিলি (Soybean chilli recipe in Bengali)

মিনু রায় পূজা
মিনু রায় পূজা @cook_31285061

বাড়ী র সবার জন্য

সোয়াবিন চিলি (Soybean chilli recipe in Bengali)

বাড়ী র সবার জন্য

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15মিনিট
4জন্য
  1. 1টাপিঁয়াজ কুচি
  2. 2 টিক্যাপ্সিকাম
  3. 100 গ্রামসোয়াবিন
  4. স্বাদমতকাঁচালঙ্কা
  5. 2 চা চামচ সাদাতেল
  6. 1 চা চামচ করে চিলিসস, টমেটো সস, ভিনিগার

রান্নার নির্দেশ সমূহ

15মিনিট
  1. 1

    সোযাবিন সিদ্ধ করে নেবো তার পর জল ঝরিযে পিঁযাজ, কাপসিকাম, কাচা লংকা টুকরো করে নিলাম তার পরে করাই গরম করলাম তাতে 2চামচ সাদাতেল গরম করলাম

  2. 2

    তাতে সোযাবিন হালকা করে ভেজে নিলাম, পিযাজ কাপসিকাম লংকা করাই ছেরে দিলাম হালকা ভেজে নিতে হবে

  3. 3

    তারপর ভেজেরাখা সোযাবিন দিলাম চিলিসস টমেটো সস ভিনিগার দিয়ে নারা চারা করে তারপর নামানোর আগে একটু কর্নফ্লোর দিয়ে একটু ফুটলে নামিয়ে নিলাম,

  4. 4

    রুটির সাথে গরম গরম পরিবেশন করলাম

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মিনু রায় পূজা

Similar Recipes