ভেজ ফ্রাইডরাইস(Veg fried rice recipe in Bengali)

Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

ভেজ ফ্রাইডরাইস(Veg fried rice recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৬ জনের জন্য
  1. ২ কাপ বাসমতী চাল
  2. ১ কাপ সব্জী (গাজর, বীনস, ক্যাপ্সিকাম, টমেটো) ছোট ছোট টুকরো কাটা
  3. ৬টি কাঁচা লঙ্কা কুচি করে কাটা
  4. ৪ টি ছোট এলাচ
  5. ৪টি লবঙ্গ
  6. ২ টি দারচিনি টুকরো
  7. ১/২ কাপ কাজু ও কিসমিস
  8. ৪ কাপ জল
  9. ১/২ কাপ সাদা তেল
  10. ৪ চা চামচ ঘি
  11. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  12. ২ চা চামচ চিনি
  13. পরিমাণ মতনুন

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে চাল ভাল করে ধুয়ে পনের মিনিট জলে ভিজিয়ে নিতে হবে ও তার পর জল টা ঝরতে দিতে হবে।

  2. 2

    এবার গ্যাসের ওপর প্যান বসিয়ে তার পর তেল ও ঘী দিয়ে দিতে হবে ।এবার তেল টা গরম হলে গোটা গরম মশলা টা দিতে হবে ও তার পর টুকরো করে কেটে রাখা সবজি ও কাঁচালঙ্কা কুচি দিয়ে দিতে হবে ও পরিমাণ মত নুন টা দিতে হবে, এবার একটু নেড়ে ঢাকা চাপা দিতে হবে । কিছুক্ষণ পর ঢাকা সরিয়ে কাজু ও কিসমিস টা দিয়ে আবার ভাল নেড়ে চাল টা দিয়ে দিতে হবে।

  3. 3

    এবার চাল টা একটু ভাজা হলে জলটা দিয়ে দিতে হবে । যে কাপে চাল নেওয়া হয়েছিল সেই কাপেরই জল ।

  4. 4

    এবার ভাত টা পুরো হয়ে গেলে গ্যাসের আঁচ টা পুরো কমিয়ে দিতে হবে ও চিনি ও গোলমরিচ গুরো টা দিয়ে আবার একটু ভাল করে নেড়ে দিয়ে পাঁচ মিনিট মত রেখে নামিয়ে নিতে হবে ও ওপর দিয়ে ঘী ছড়িয়ে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pratiti Dasgupta Ghosh
Pratiti Dasgupta Ghosh @cook_23562002

Similar Recipes