বাঁধাকপির পুর ভরা রোল(bandhakopir pur bhora roll recipe in engali)

Debjani Dhar
Debjani Dhar @cook_16524468

#c3
#week3
এই খাবার টি জলখাবার হিসেবে খাওয়া যেতে পারে।

বাঁধাকপির পুর ভরা রোল(bandhakopir pur bhora roll recipe in engali)

#c3
#week3
এই খাবার টি জলখাবার হিসেবে খাওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

45 মিনিট
2 জন
  1. 1কাপ ময়দা
  2. 1কাপ বাঁধাকপি কুচি
  3. 1/2কাপ কড়াইশুঁটি
  4. 1/2কাপ ধনেপাতা কুচি
  5. 1/2টেবিল চামচ আদা কুচি
  6. স্বাদ মত নুন
  7. 1চা চামচ হলুদ গুঁড়ো
  8. 1চা চামচ জিরা গুঁড়ো
  9. 5-6 টি পেঁয়াজের রিং(সাজানো জন্য)
  10. 1টেবিল চামচ টমেটো কেচাপ
  11. 1/2চা চামচ চিনি
  12. 3কাপ রিফাইন্ড তেল ভাজার জন্য

রান্নার নির্দেশ সমূহ

45 মিনিট
  1. 1

    প্রথমে একটি বাটি নিয়ে ময়দা, তেল, চিনি, নুন দিয়ে ভালো করে ডো বানিয়ে নিতে হবে।

  2. 2

    পুর বানানো জন্য একটি প্যানে 2চামচ তেল দিয়ে গরম হলে একে একে আদা, বাঁধাকপি, কড়াইশুটি, নুন,হলুদ, জিরা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে নিতে হবে। এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে আরও ভালো করে নড়িয়ে মাখা মাখা হলে পুর নামিয়ে নিন।

  3. 3

    এবার ডো থেকে লেচি কেটে লুচি মতো বেলে নিয়ে তার মধ্যে পুর টা মাঝখানে দিয়ে দুই ধার দিয়ে ও ওপর নিচে মুরে রোল করে নিতে হবে।

  4. 4

    প্যানে তেল গরম করে রোল গুলো ভালো করে ভেজে তুলে নিয়ে পিয়াজেঁর রিং আর টমেটো কেচাপের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Debjani Dhar
Debjani Dhar @cook_16524468

Similar Recipes