সরষে ইলিশ (Sorshe ilish recipe in Bengali)

Ananya Pramanik
Ananya Pramanik @Ananyamunai

সরষে ইলিশ (Sorshe ilish recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৪জন
  1. ৪ পিস ইলিশ মাছ
  2. ৪ টেবিল চামচ সরষের তেল
  3. ১ চা চামচ আদা রসুন বাটা
  4. ১/২ চা চামচ লবণ
  5. ১/২চা চামচ মরিচের গুঁড়ো
  6. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ৪ টি কাঁচা মরিচ
  8. প্রয়োজন মতসরষের পেস্ট তৈরির উপকরণ
  9. ১ টি বড় পেঁয়াজ
  10. ৩ টি কাঁচামরিচ
  11. ১/২ চা চামচ লবণ
  12. ২ টেবিল চামচ সরষে(৪ টেবিল চামচ জলে ভিজিয়ে রাখতে হবে)

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    ইলিশ মাছের টুকরোগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে।সরষের পেস্ট তৈরির সব উপকরণ একসাথে ব্লেন্ড করে নিতে হবে।ব্লেন্ড করার সময় ১/৪ কাপ জল দিতে হবে।

  2. 2

    মাঝারি আঁচে চুলায় প্যান বসিয়ে সরষের তেল দিতে হবে,তেল সামান্য গরম হলে ব্লেন্ড করে রাখা সরষের পেস্ট দিয়ে দিতে হবে।নেড়ে ওর মধ্যে আদা রসুন বাটা,হলুদ গুঁড়ো,মরিচ গুঁড়ো,লবণ দিয়ে ভালো করে কষাতে হবে।

  3. 3

    মাঝারি আঁচে ৩-৪ মিনিট সময় নিয়ে কষানোর পর চুলার আঁচ কমিয়ে মিডিয়াম লো করে মাছের টুকরো দিয়ে দিতে হবে।চামচ দিয়ে মসলা উঠিয়ে মাছের উপর দিতে হবে।

  4. 4

    ৫ মিনিট পর সাবধানে উল্টে দিতে হবে মাছের টুকরো গুলো।আধা কাপ গরম জল দিয়ে সামান্য নেড়ে ৫ মিনিট এর জন্য ঢেকে দিতে হবে প্যান।৫ মিনিট পর ঢাকনা তুলে আরেকবার মাছগুলো উল্টে দিতে হবে।কাঁচা মরিচের মাথার অংশ কেটে প্যান এ দিয়ে আরও ৫ মিনিট ঢেকে রাখতে হবে প্যান।তেল উঠে আসলে নামিয়ে পরিবেশ করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Ananya Pramanik
Ananya Pramanik @Ananyamunai

Similar Recipes