শাহী পনির(Shahi paneer recipe in bengali)

Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

#td
"Teacher's day" উপলক্ষে জানাই সকল টিচারদের আমার সশ্রদ্ধ প্রনাম ও কুকপ্যাড সকল adminder ও সকল বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা .আমি আজ কুকপ্যাডের বন্ধু"Papiya Dutta" তার রেসিপি তে একটু নিজের মতো করে তাকে tag করলাম. আমি এর আগেও একটা শাহী পনির রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকেরটা একটু আলাদাভাবে করেছি মানে আগের টা নিরামিষ শাহী পনির ছিল ।

শাহী পনির(Shahi paneer recipe in bengali)

#td
"Teacher's day" উপলক্ষে জানাই সকল টিচারদের আমার সশ্রদ্ধ প্রনাম ও কুকপ্যাড সকল adminder ও সকল বন্ধুদের আমার অসংখ্য ভালোবাসা .আমি আজ কুকপ্যাডের বন্ধু"Papiya Dutta" তার রেসিপি তে একটু নিজের মতো করে তাকে tag করলাম. আমি এর আগেও একটা শাহী পনির রেসিপি শেয়ার করেছি কিন্তু আজকেরটা একটু আলাদাভাবে করেছি মানে আগের টা নিরামিষ শাহী পনির ছিল ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
১০ জন
  1. ২৫০ গ্রাম পনির
  2. ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ
  3. ২ টো মাঝারি টমেটো
  4. ২ টো শুকনো লঙ্কা
  5. ১০ টা কাজু
  6. ৭-৮ কোয়া রসুন
  7. ২ ইঞ্চি আদা (সব একসাথে পেস্ট করা)
  8. ৩ টেবিল চামচ ঘি
  9. ১ টুকরো(একটু বড়) দারচিনি
  10. ৬ টা লবঙ্গ
  11. ৬ টা গোলমরিচ
  12. ৩-৪ টে এলাচ
  13. ১ টা তেজপাতা
  14. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  15. ১/২ চা চামচ জিরে গুঁড়ো
  16. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  17. ১ টা শুকনো লঙ্কা
  18. ১/৪ চা চামচ গোটা জিরে
  19. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  20. ২ টেবিল চামচ ফেটানো টক দই
  21. ১/২ চা চামচ চিনি ( ঐচ্ছিক)
  22. স্বাদ মত লবণ
  23. ১/২ কাপ দুধ
  24. ১/৪ কাপ জল
  25. ২ চা চামচ ড্রাই রোস্ট কসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    সব আগে পনির গুলো পছন্দ মতো পিস্ করে কেটে নিন, পেঁয়াজ টমেটো আদা শুকনো লঙ্কা রসুন ও কাজু পেস্ট করে নিন, জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন চিনি অল্প জল দিয়ে পেস্ট তৈরি করে রাখুন টক দই ফেটিয়ে রাখুন

  2. 2

    এবার মূল রান্নায় আসুন, গ্যাসে কড়াই বসিয়ে লো আঁচে ঘি টা পুরো দিয়ে দিন ঘি গলে গেলে সব গোটা মসলা ফোড়ন দিয়ে ৩০ সেকেন্ড নাড়াচাড়া করে পেঁয়াজ আদা রসুন টমেটো ও কাজু পেস্ট দিয়ে ৩ মিনিট মিডিয়াম আঁচে কষান, ৩ মিনিট পর গুঁড়ো মসলার পেস্ট দিয়ে আবার ২ মিনিট কষান

  3. 3

    ২ মিনিট পর মসলা থেকে তেল ছাড়লে লো আঁচে ফেটিয়ে রাখা দই দিয়ে ১ মিনিট কষান, এরপর পনির টুকরো দিয়ে ২ মিনিট কষান যাতে পনিরের মধ্যে মসলা ঢোকে,এবার দুধ দিয়ে দিয়ে হায় আঁচে ১ মিনিট নাড়াচাড়া করে জল দিন এই সময় নুন ঝাল মিষ্টি চেক করে নিন

  4. 4

    এবার আঁচ একদম লো করে ১০ মিনিট ঢেকে রান্না করুন ১০ মিনিট পর ঢাকনা খুলে কাসুরী মেথি ছড়িয়ে গ্যাস অফ করে ৫ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Nandita Mukherjee
Nandita Mukherjee @cook_nandita7

Similar Recipes