এগলেস গার্লিক নান ও চিকেনকষা (butter garlic nan chicken kosha recipe in bengali)

Paulamy Sarkar Jana
Paulamy Sarkar Jana @cook_psj06
Madhyamgram, Kolkata 129

#ssr
সপ্তমী স্পেশাল
সপ্তমী র রাতে এটা অনেকেই দোকান থেকে এনে খান কিন্তু এবার এটা বাড়িতে বানান সবাই একসাথে কথা দিচ্ছি দারুণ হবে

এগলেস গার্লিক নান ও চিকেনকষা (butter garlic nan chicken kosha recipe in bengali)

#ssr
সপ্তমী স্পেশাল
সপ্তমী র রাতে এটা অনেকেই দোকান থেকে এনে খান কিন্তু এবার এটা বাড়িতে বানান সবাই একসাথে কথা দিচ্ছি দারুণ হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৬জনের
  1. ১ কাপ ময়দা
  2. ১/২কাপ আটা
  3. ১/২ চা চামচ বেকিং পাউডার
  4. ১/২ কাপ বাড়ি পাতা দই
  5. ১/৪চা চামচ বেকিং সোডা
  6. ১/২চা চামচ নুন
  7. ২ চা চামচ চিনি
  8. ২টেবিল চামচ গ্রেট করা রসুন
  9. স্বাদমতো মাখন
  10. চিকেন কষা
  11. ১কেজি চিকেন
  12. ১টেবিল চামচ আদা বাটা
  13. ১টেবিল চামচ রসুন বাটা
  14. ১টেবিল চামচ লংকা গুঁড়া
  15. ১কাপ পেঁয়াজ বাটা
  16. ৫টেবিল চামচ সরষে র তেল
  17. ১টেবিল চামচ হলুদ গুঁড়ো
  18. ২টেবিল চামচ টক দই

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    আটা ও ময়দার সাথে বেকিং পাউডার,নুন,চিনি,বেকিং সোডা ও টকদই টা ভালো করে মেশাতে হবে এবার পরিমাণমতো অল্প অল্প করে জল দিয়ে ওটাতে ভালো করে ঠেসে আধা ঘণ্টা ঢেকে রেখে দেখতে হবে ভেজা কাপড় দিয়ে ওপরে একটু তেল মাখিয়ে

  2. 2

    এবার মাখাটা ভালো করে ঠেসে নিয়ে গোল গোল করে লম্বা লম্বা আকারে বেলে কালোজিরে ও রসুন কুচি দিয়ে একবার বেলে উল্টো দিকে ভালো করে জল লাগিয়ে গরম তাওয়ায় জল লাগানো দিকটা তাওয়া য় দিয়ে সেঁকে তে হবে

  3. 3

    যখন রুটি মাঝে মাঝে ফুলে উঠবে তখন তাওয়া উল্টো করে রুটি আগুনে সেঁকে তাওয়া থেকে নামিয়ে মাখন মাখিয়ে গরম গরম পরিবেশন করুন

  4. 4

    চিকেনে ভালো করে টক দই, পেঁয়াজ বাটা,রসুন বাটা,আদা বাটা, লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো ভালো করে মাখিয়ে আধা ঘণ্টা ম্যারিনেট করে রাখতে হবে। তারপর কড়াইয়ে গরম তেল দিয়ে শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে তার মধ্যে মসলাসহ চিকেন দিয়ে পরিমাণমতো নুন দিয়ে ভালো করে কষাতে হবে মাঝারি আঁচে। আধা ঘন্টা পর মাংস সেদ্ধ হয়ে যাবে চিকেন কষা টা পরিমাণমতো নুন ঝাল দেখে নিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Paulamy Sarkar Jana
Madhyamgram, Kolkata 129
ভীষণ ভালোবাসি রান্না করতেন আর খেতেও তার চেয়েও ভালোবাসি সবাইকে খাওয়াতে আর নানা রকম নতুন নতুন রান্না দেখতে এবং শিখতে খুব ভালো লাগে এটাই আমার পড়াশুনার পর দ্বিতীয় ভালোবাসা😁
আরও পড়ুন

মন্তব্যগুলি (14)

Swaminathan
Swaminathan @Swami_180828
Yummy and delicious dear 👌👌👌. Now shown the recipe picture. Don't worry dear 🌹🌹
( সম্পাদিত )

Similar Recipes