মাটন হান্ডি বিরিয়ানি (mutton handi biryani recipe in Bengali)

Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর

মাটন হান্ডি বিরিয়ানি (mutton handi biryani recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ ঘণ্টা
৫ জন
  1. ১.৫ কেজি রেওয়াজি খাসির মাংস
  2. ৭০০ গ্রাম বিরিয়ানির বাসমতি চাল
  3. ১০টাআলু
  4. ৫ টাবড়পেঁয়াজ স্লাইস করে কাটা
  5. ৪ টে বড়পেঁয়াজ বাটা
  6. ৫চা চামচআদা বাটা
  7. ৫চা চামচরসুন বাটা
  8. স্বাদ মতনুন
  9. ২চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  10. ৩০০ গ্রাম টক দই
  11. ১কাপঘি
  12. ১কাপসাদা তেল
  13. প্রয়োজন অনুযায়ীগোটা স্টার অ্যানিস, বড়ো এলাচ, ছোটো এলাচ, লবঙ্গ, দারচিনি।
  14. প্রয়োজন অনুযায়ীতেজ পাতা, শুকনো লঙ্কা, সা জিরে সা মরিচ, কাবাব চিনি।
  15. পরিমাণ মতজয়ফল, জয়ত্রী।
  16. ৫চা চামচকেওড়া জল
  17. ২কাপদুধ
  18. ২ চিমটিকেশর
  19. ১কাপখোয়া ক্ষীর নোনতা
  20. 1 কাপআটা

রান্নার নির্দেশ সমূহ

২ ঘণ্টা
  1. 1

    সব গোটা মশলা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিতে হবে।

  2. 2

    চাল ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে জল ধরিয়ে রাখতে হবে।

  3. 3

    মাংস আর আলু তে নুন, টক দই, তৈরি মশলা ২ চামচ পেঁয়াজ আদা রসুন বাটা l,লঙ্কা গুঁড়ো ৪ চামচ ঘি সব মাখিয়ে ৮ ঘণ্টা রাখতে হবে।

  4. 4

    এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ লালনকরে ভেজে বেরেস্তা বানাতে হবে।

  5. 5

    এর পর ওই তেলে মাংস দিয়ে কষাতে হবে। মাংস অর্ধেক সেদ্ধ হলে তাতে আলু দিতে হবে। এর পর আরো ২ চামচ মশলা দিয়ে কেওড়া জল দিয়ে কষান হবে। একদম ধিমে আঁচে। মাংস ৮০% সেদ্ধ হবে।

  6. 6

    এর পর জল ফুটে দিয়ে তাতে ১ চামচ বিরিয়ানি মশলা আর পরিমাণ মত নুন দিয়ে ফুটে উঠলে তাতে চাল দিতে হবে। চাল প্রায় 70% সেদ্ধ হলে ভাত টা নামাতে হবে।

  7. 7

    এবার হাড়িতে নিচে আলু আর মাংস দিতে তার পর ভাত, বেরেস্তা এভাবে লেয়ার করতে হবে।

  8. 8

    ঘি গলিয়ে তাতে দুধ, খোয়া ক্ষীর, কেশর দিয়ে ভালোভাবে গুলে ওপর থেকে অল্প অল্প করে দিয়ে দিতে হবে।

  9. 9

    শেষে হাঁড়ির মুখে ঢাকনা দিয়ে চারপাশে আটা মাখা দিয়ে আটকে দিতে হবে।

  10. 10

    30মিনিট একদম লো ফ্লেমে রান্না হবে। তার পর আরো 30মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে হারি খুলতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Maumita Biswas Dey
Maumita Biswas Dey @coMaosKitchen
সোদপুর
সুস্থ থাকুক সব মায়ের সন্তান
আরও পড়ুন

Similar Recipes