চিকেন স্যুপ (Chicken soup recipe in Bengali)

Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

চিকেন স্যুপ (Chicken soup recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪ জন
  1. ২৫০ গ্রাম চিকেন
  2. ১/২ চা চামচরসুন কুচি
  3. ১/২ চা চামচআদা রসুন
  4. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  5. ১টা বড়ো পিঁয়াজ এর ভিতরের সাদা অংশ
  6. ১ চা চামচ নুন
  7. ২ চা চামচ বাটার বা অলিভ ওয়েল
  8. ১ চা চামচ কর্ণফ্লাওয়ার

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রথমে প্রেসার কুকারে বাটার দিয়ে চিকেন গুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তারপর একে একে রসুন কুচি, আদা কুচি, পিয়াজ কুচি, গাজর কুচি,নুন, গোলমরিচ দিয়ে সামান্য ভেজে জল দিয়ে দিতে হবে।জলের পরিমাণ দু-ডবল হবে (যেমন ১কাপ স্যুপ হলে ২কাপ জল দিতে হবে)।৩/৪টে সিটি পরে গেলে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  2. 2

    চিকেন গুলো সেদ্ধ হয়ে গেলে একটা পাত্রে তুলে নিয়ে কাটা চামচ দিয়ে ছোটো ছোটো টুকরো করে নিতে হবে। তার পর আবার গ্রেভির মধ্যে দিয়ে দিতে হবে। আর ফোটাতে হবে গাঢ় করার জন্য।

  3. 3

    একটা বাটিতে ১ চা চামচ কর্ণফ্লাওয়ার নিয়ে তাতে সামান্য জল দিয়ে গুলে নিতে হবে। সমস্ত উপকরণ ১৫ মিনিট মিডিয়াম আঁচে ফোটার পর তাতে কর্ণফ্লাওয়ার গোলা জল টা অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে।

  4. 4

    এর পর গ্রেভি টা একটু গারো হয়ে এলে নামিয়ে নিতে হবে।আর গরম গরম পরিবেশন করুন দারুন লাগবে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Piyali Ghosh Dutta
Piyali Ghosh Dutta @piyali_202214
Hariyana

মন্তব্যগুলি

Similar Recipes