ছোলা ভাটুরা (Chole bhature recipe in Bengali)

Pubali laha
Pubali laha @pubalilaha

ছোলা ভাটুরা (Chole bhature recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২জন
  1. স্বাদ মতলবণ
  2. ১ চা চামচ বেকিং সোডা
  3. ১০০ গ্রামকাবলি ছোলা
  4. ১ চা চামচ জিরে
  5. ২ টোতেজপাতা
  6. ১ টাশুকনো লঙ্কা
  7. ১ টাপেঁয়াজ কুচি
  8. ১ চা চামচ আদা বাটা
  9. ১ চা চামচরসুন বাটা
  10. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  11. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  12. ২ কাপময়দা
  13. পরিমাণমতোজল
  14. ১ টাটমেটো
  15. ২ টিআলু সিদ্ধ

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    ভেজানো কাবলি ছোলা প্রথমে প্রেসারে সিদ্ধ করে নিতে হবে।এরপর কড়াইয়ে তেল দিয়ে গোটা জিরে,তেজপাতা,শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।পেঁয়াজ লাল হয়ে এলে ডুমো করে কাটা আলু দিয়ে একটু ভেজে এতে আদা বাটা অল্প রসুন বাটা,লবণ,হলুদ,লঙ্কা গুড়ো,টমেটো কুচি অল্প চিনি দিয়ে মশলা টা কে ভালো করে ভাজতে হবে।এরপর অল্প জল দিয়ে ঢেকে দিতে হবে।আলু সিদ্ধ হয়ে এলে ঘি ও গরম মশলা দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিতে হবে।

  2. 2

    ময়দাতে লবণ,বেকিন সোডা আর অল্প সাদা তেল দিয়ে ময়েন দিতে হবে।এরপর টকদই পরিমান মত নিয়ে ময়দা মেখে নিতে হবে।প্রয়োজন হলে অল্প জল দিতে হবে।এরপর সামান্য সাদা তেল মাখিয়ে এক ঘন্টা রেখে দিতে হবে।

  3. 3

    তারপর লেচি কেটে বেলে নিয়ে ডুবো তেলে ভেজে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pubali laha
Pubali laha @pubalilaha

মন্তব্যগুলি

Similar Recipes