বাংলাদেশি চিকেন রোষ্ট (Rosted Chicken Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#KRC8
#Week 8
আমি এবারে রোষ্টেড চিকেন বেছে নিলাম।এই রান্নায় মাংসের পিস বড় হলে ভালো হয়,কিন্তু ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি কিন্তু স্বাদে কিন্তু দারুন হয়েছে।

বাংলাদেশি চিকেন রোষ্ট (Rosted Chicken Recipe In Bengali)

#KRC8
#Week 8
আমি এবারে রোষ্টেড চিকেন বেছে নিলাম।এই রান্নায় মাংসের পিস বড় হলে ভালো হয়,কিন্তু ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি কিন্তু স্বাদে কিন্তু দারুন হয়েছে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৩জন
  1. ৫০০ গ্ৰাম মাংস
  2. ৩টে পেঁয়াজ গ্ৰেট করা
  3. ২চা চামচ আদা ও রসুন বাটা
  4. ৪টেবিল চামচ টকদই
  5. ১টেবিল চামচ কাজু বাটা
  6. ১/২চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১ চা চামচ লঙ্কা গুঁড়ো
  8. ২ টেবিল চামচ সাদা তেল
  9. ২ চা চামচ লেমন জ্যুস
  10. ২চা চামচ ঘি
  11. স্বাদমতোনুন
  12. ১ চা চামচ গোলমরিচ গুঁড়ো
  13. ১চা চামচরোষ্টেড মসলা- জিরে
  14. ১চা চামচ ধনে
  15. ১০টি গোলমরিচ
  16. ৩টে এলাচ
  17. ৫টি লবঙ্গ
  18. ১টুকরো দারচিনি

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে মাংস ধুয়ে নিয়ে প্রতিটি পিসের গা চিরে নিয়েছি যাতে মশলা ঠিক মতো ঢোকে।এবার নুন হলুদ, লঙ্কা গুড়ো ও লেবুর রস মাখিয়ে ১/২ঘন্টা রেখে দিয়েছি।

  2. 2

    উপরোক্ত গুড়ো মশলা শুখনো কড়াইয়ে ভেজে নিয়ে গুড়ো করে নিয়েছি।এবার ননষ্টিক কড়াইয়ে সাদা তেল গরম করে ম‍্যারিনেট করা মাংস ভেজে তুলে নিলাম, কিন্তু বেশি ভাজা হবে না তাহলে স্বাদ নষ্ট হয়ে যাবে।

  3. 3

    এবার ঐ তেলের মধ্যে ১চামচ ঘি দিয়ে দারচিনি, লবঙ্গ ও এলাচ ভেজে নিয়ে আদারসুন বাটা দিয়ে নাড়াচাড়া করে পেয়াজঁ বাটা দিয়ে ভালো করে ভেজে টকদই, লঙ্কা গুড়ো, গোলমরিচ গুড়ো, কাজু বাটা,রোষ্টেড মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  4. 4

    মশলায় তেল বেড়োলে ভাজা মাংস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ও স্বাদমতো নুন দিয়ে নাড়িয়ে ও অল্প জল দিয়ে নাড়াচাড়া করে ঢেকে অল্প আচে রান্না করতে হবে, ৫মিনিট বাদে উল্টে দিতে হবে।এইভাবে ২০-২৫ মিনিট মতো ঢাকা দিয়ে ও মাঝে মাঝে নেড়েচেড়ে দিতে হবে, মাংস সেদ্ধ হয়ে এলে ও মশলায় মিশে বেশ শুখনো মতো হয়ে এলে ১চামচ ঘি ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার প্লেটে ঢেলে গরম গরম রোষ্ট স‍্যালাড ও রাইসের সঙ্গে পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes