পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

Sudipa Daw
Sudipa Daw @sudipa73

পাটিসাপ্টা (patisapta recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামময়দা
  2. 500 গ্রামখোয়া
  3. 1 চা চামচছোট এলাচের গুঁড়া
  4. 25 গ্রামকাজু ছোট করে কাটা
  5. 25 গ্রামকিসমিস
  6. পরিমাণ মতদুধ
  7. 2টেবিল চামচ সুজি
  8. পরিমাণ মতচিনি
  9. 150 গ্রামখেজুর গুড়
  10. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ময়দা, সুজি পরিমান মত চিনি ও দুধ দিয়ে গুলে রাখতে হবে অন্তত 4-5ঘনটা।এতে ছোট এলাচ গুঁড়ো টাও মিশিয়ে নিতে হবে।

  2. 2

    খোয়া টা প্রথমে গ্রেটারে গ্রেট করে নিতে হবে।এবার ননষ্টিক কড়াই তে খোয়া ও খেজুর গুড় দিয়ে কম আচে ভালো করে মিক্সড করে পুর করে নিতে হবে।এবার এর মধ্যে কূচান কাজুও কিশমিস ও ছোট এলাচ মিশিয়ে নিয়ে ঠান্ডা হবার জন্য রাখতে হবে।

  3. 3

    সাদা তেল চাটুতে ব্রাস করে নিয়ে গুলে রাখা ব্যাটার থেকে 1হাতা গোলা নিয়ে চাটুতে দিয়ে গোল করে নিতে হবে।এবার এক দিক ভাজা হলে আরও সামান্য তেল দিয়ে অন্য পাশটাও ভেজে নিয়ে করে রাখা পুর থেকে পুর নিয়ে লম্বা ভাবে রেখে ধোসার মত মুড়ে নিলেই তৈরি পাটিসাপটা। তবে পুরোটাই করতে হবে একদম কম আচে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sudipa Daw
Sudipa Daw @sudipa73

মন্তব্যগুলি

Similar Recipes