ব্লু টি (Blue tea recipe in Bengali)

Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

#VS4
#week4
টিম আপ চ্যালেঞ্জে আমি বেছে নিয়েছি হট ড্রিংক এর অপশন। আজ আমি বানিয়েছি ব্লু টি। এটি টাটকা অপরাজিতা বা সানড্রায়েড অপরাজিতা ফুল দিয়ে বানানো হয়।ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা শরীরের পক্ষে খুবই উপকারী, ইমিউনিটি স্ট্রং করতে বা শরীরকে ডিটক্সিকেট করতে সাহায্য করে এই ব্লু টি। এটি গরম এবং ঠান্ডা দুভাবেই পান করা যায়।

ব্লু টি (Blue tea recipe in Bengali)

#VS4
#week4
টিম আপ চ্যালেঞ্জে আমি বেছে নিয়েছি হট ড্রিংক এর অপশন। আজ আমি বানিয়েছি ব্লু টি। এটি টাটকা অপরাজিতা বা সানড্রায়েড অপরাজিতা ফুল দিয়ে বানানো হয়।ন্যাচারাল অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই চা শরীরের পক্ষে খুবই উপকারী, ইমিউনিটি স্ট্রং করতে বা শরীরকে ডিটক্সিকেট করতে সাহায্য করে এই ব্লু টি। এটি গরম এবং ঠান্ডা দুভাবেই পান করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100 মিলি লিটার জল
  2. 1 বাটিনীল অপরাজিতা ফুল
  3. 1/2 চা চামচ ব্রাউন সুগার( ঐচ্ছিক)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    অপরাজিতা ফুলগুলিকে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে ভালো করে।

  2. 2

    এবার একশো মিলি জল ফুটিয়ে নিতে হবে। এবার ফুটন্ত জলে ধুয়ে রাখা অপরাজিতা ফুলগুলো দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে 2-3 মিনিট। আস্তে আস্তে জলের রঙ নীল হয়ে যাবে। তৈরি হলো ব্লু টি। কারো ইচ্ছে হলে এর মধ্যে ব্রাউন সুগার বা মধু মিশিয়ে নিতে পারেন অল্প।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

Similar Recipes