কুলফি(kulfi recipe in Bengali)

Archana Chatterjee
Archana Chatterjee @cook_35615793

কুলফি(kulfi recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
২ জন
  1. ৫০০ মিলি লিটার দুধ
  2. ৫ - ৬ টি কেশর
  3. ১ কাপ কনডেন্সড মিল্ক
  4. ৪ টেবিল চামচ গুঁড়ো দুধ
  5. ১ চা চামচ এলাচ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    দুধ জ্বাল দিতে হবে।

  2. 2

    গ্যাস খুব আস্তে রেখে দুধ ঘন করতে হবে।

  3. 3

    দুধ ঘন হতে থাকলে এতে কনডেন্স মিল্ক ও গুঁড়ো দুধ মেশাতে হবে।

  4. 4

    এরপর চিনির গুঁড়ো মিশিয়ে দিতে হবে।

  5. 5

    সবশেষে এলাচ দিয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  6. 6

    অপরদিকে অন্য একটি ছোট বাটিতে সামান্য দুধ গরম করে নিতে হবে।

  7. 7

    এরপরে এতে কেশর ভিজিয়ে রাখতে হবে।

  8. 8

    এরপরে দুধে ভেজানো কেশর ঠান্ডা হয়ে যাওয়া দুধে যোগ করে খুব ভালো করে মিশিয়ে দিতে হবে।

  9. 9

    এরপর কুলফি মোল্ডে একটি হাতার সাহায্যে এই দুধ ঢালতে হবে।

  10. 10

    এরপর এই মৌলডগুলি ডিপ ফ্রিজে রেখে সেট করতে দিতে হবে 10 থেকে 15 ঘন্টার জন্য।।

  11. 11

    10 ঘণ্টা পর ডিপ ফ্রিজ থেকে বার করে একটি ছুরি দিয়ে কুলফির চারপাশ আনমোলড করতে হবে।

  12. 12

    এরপর উপর থেকে স্ট্রবেরি সস ছড়িয়ে পরিবেশন করুন কুলফি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Archana Chatterjee
Archana Chatterjee @cook_35615793

মন্তব্যগুলি

Similar Recipes