সব্জী দিয়ে মুগ ডাল (sabji diye moong dal recipe in Bengali)

Tuhina Das
Tuhina Das @Tuhina_21

সব্জী দিয়ে মুগ ডাল (sabji diye moong dal recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 150 গ্রামমুগ ডাল
  2. 1/4ফুলকপি
  3. 1/4 কাপমটরশুঁটি
  4. 1 টিটমেটো কুচি করা
  5. 1 চা চামচহলুদ গুঁড়ো
  6. 1 চা চামচজিরের গুঁড়ো
  7. 1টেবিল চামচ ধনে গুঁড়ো
  8. 1/2 চা চামচলঙ্কার গুঁড়ো
  9. 1 চা চামচআদা বাটা
  10. 1 চা চামচগোটা জিরে
  11. 1 টিতেজপাতা
  12. 1 টিশুকনো লঙ্কা
  13. 1 টিছোট এলাচ
  14. 1" টুকরো দারুচিনি
  15. 1 টিলবঙ্গ
  16. 1/2 চা চামচগরম মশলার গুঁড়ো
  17. স্বাদ অনুযায়ীনুন চিনি
  18. প্রয়োজন অনুযায়ীতেল ও ঘি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে একটি পাত্রে মুগ ডাল শুকনো ভাবে ভেজে নিন।এবারে কড়াইয়ে তেল গরম করে তাতে জিরে শুকনো লঙ্কা ও তেজপাতা ফোড়ন দিন

  2. 2

    আদা বাটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিন কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত।এবারের ফুলকপির ফুলগুলো ও মটরশুটি দিয়ে দিন

  3. 3

    একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিন।ঢাকা তুলে টমেটো কুচি দিয়ে নেড়ে নিন এবং নরম হতে দিন টমেটো কে

  4. 4

    এবারের সব মশলা গুলো একে একে দিয়ে ভালো করে নাড়ুন।মসলা তেল ছাড়তে শুরু করলে ভেজে রাখা ডাল দিয়ে ভালো করে মিশিয়ে প্রয়োজন মত উষ্ণ জল দিন

  5. 5

    পরিমাণ মতো নুন মিশিয়ে ঢাকা দিয়ে অল্প আঁচে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।ডাল সিদ্ধ হয়ে গেলে ঢাকা তুলে প্রয়োজন মতো চিনি ও দরকার হলে একটু নুন দিয়ে ভালো করে ফুটিয়ে নিন

  6. 6

    ঘি ও গরম মসলা ছড়িয়ে নামিয়ে গরম ভাত ও বেগুন ভাজা সহযোগে পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tuhina Das
Tuhina Das @Tuhina_21

মন্তব্যগুলি

Similar Recipes