ক্রিসপি বেবি কর্ন (Crispy Baby Corn recipe in Bengali)

Auli Kar Raha (অলি কর রাহা)
Auli Kar Raha (অলি কর রাহা) @AuliRaha
সালকিয়া, হাওড়া

#FF2 আজকে আমার মেনু ক্রিসপি বেবি কর্ন। বেবি কর্ন মানেই স্বাস্থ্যকর একটি খাবার। একটু মুখরোচক করার জন্য বেবি কর্নকে বানিয়ে ফেললাম একটু ক্রিসপি।

ক্রিসপি বেবি কর্ন (Crispy Baby Corn recipe in Bengali)

#FF2 আজকে আমার মেনু ক্রিসপি বেবি কর্ন। বেবি কর্ন মানেই স্বাস্থ্যকর একটি খাবার। একটু মুখরোচক করার জন্য বেবি কর্নকে বানিয়ে ফেললাম একটু ক্রিসপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জন
  1. ২৫০ গ্রামবেবি কর্ন
  2. ১ টেবিল চামচআদা +রসুন+ কাঁচা লঙ্কা বাটা
  3. ২ টেবিল চামচপকোড়া তৈরির জন্য ময়দা ও কর্ন ফ্লাওয়ার
  4. ১০০ গ্রামসাদা তেল
  5. ২ চা চামচকরে সোয়া, চিলি ও টমেটো সস
  6. স্বাদ মতনুন ও সামান্য সাদা তিল
  7. ১ টা পেঁয়াজপাপড়ি করে কাটা
  8. ১ টা ক্যাপসিকামচৌকো করে কাটা
  9. ১/৪ চা চামচখাবার সোডা

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    বেবি কর্ন গুলোকে ভালো করে কেটে ধুয়ে জল ঝড়িয়ে নেব।

  2. 2

    তারপর হালকা ভাপিয়ে নেব।

  3. 3

    বেবি কর্নের মধ্যে আদা-রসুন- কাঁচালঙ্কা বাটা, কর্ন ফ্লাওয়ার, ময়দা, নুন দিয়ে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণ।।

  4. 4

    ছাঁকা তেলে ভেজে নেব।

  5. 5

    পেঁয়াজ ও ক্যাপসিকাম ভেজে নেব। এই ভাজার মধ্যে কর্ন পকোড়াগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। এই সময় নুন দিয়ে দেব।

  6. 6

    একটা বাটিতে তিন রকমের সস একসঙ্গে মিশিয়ে নিয়ে কড়াইয়ে ঢেলে দেব। ধীমি আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করব।

  7. 7

    নামানোর আগে একটু সাদা তিল ওপর থেকে ছড়িয়ে দেব। ব্যস হয়ে গেল ক্রিসপি বেবি কর্ন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Auli Kar Raha (অলি কর রাহা)
সালকিয়া, হাওড়া

মন্তব্যগুলি

Similar Recipes