নান পুরি(naan puri recipe in Bengali)

Puja Adhikary (Mistu)
Puja Adhikary (Mistu) @mistimistu

সকাল সকাল ব্রেকফাস্ট জমে যাবে নান পুরি ও ঘুগনি যদি প্লেটে থাকে।

নান পুরি(naan puri recipe in Bengali)

সকাল সকাল ব্রেকফাস্ট জমে যাবে নান পুরি ও ঘুগনি যদি প্লেটে থাকে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘন্টা
4জন
  1. 500 গ্রামময়দা
  2. 1 প্যাকেটসুজি
  3. স্বাদ মতনুন চিনি
  4. 200 গ্রামটকদই
  5. 1 চিমটিবেকিং সোডা
  6. 1/2 চা চামচবেকিং পাউডার
  7. পরিমাণ মতসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

1ঘন্টা
  1. 1

    প্রথমে ময়দা, সুজি, নুন চিনি আন্দাজমতো দিয়ে ভাল করে মিশিয়ে নিন।

  2. 2

    তারপর বেকিং পাউডার, বেকিং সোডা সামান্য দিয়ে ভাল করে মিশিয়ে নিন। তারপর টকদই দিয়ে ভাল করে মেখে ডো তৈরি করুন।

  3. 3

    45মিনিট ঢেকে দিন। (আগের দিন রাতে করে রাখলে আরও ভাল হবে)।

  4. 4

    এরপর ময়দা ডো টা ফুলে উঠলে বুঝবেন নান পুরি তৈরি জন্য ডো তৈরি।

  5. 5
  6. 6

    এরপর ডো থেকে লেচি কেটে বেলে নিয়ে কড়াইয়ে তেল গরম করে পুরি গুলো ভেজে তুলুন এবং ঘুগনি র সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Puja Adhikary (Mistu)
আমি রান্না করতে ভালোবাসি। রান্না করে আমি খুব আনন্দ পায় ।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes