চিকেন বিরিয়ানি(Chicken Biriyani Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#FF3
পূজোর সময় বানিয়েছি

আরও পড়ুন
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৮-৯ জন
  1. ১কেজি চিকেন
  2. ৮০০ গ্ৰাম বাসমতী চাল
  3. ৫ টা আলু হাফ করে নেওয়া
  4. ৮টা ডিম
  5. চিকেন ম‍্যরিনেশনের জন্যে
  6. ২ চা চামচ নুন
  7. ১/২ চা চামচ হলুদ
  8. ১/২কাপ টকদই
  9. ১চা চামচ আদা ও রসুন বাটা
  10. ১চা চামচ লঙ্কা গুঁড়ো
  11. ১চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  12. ২চা চামচ বিরিয়ানি মশলা
  13. ২চা চামচ ধনে গুঁড়ো
  14. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  15. প্রয়োজন অনুযায়ীধনেপাতা ও পুদিনা পাতা কুচি
  16. ৫টা পেঁয়াজ
  17. ১/২কাপ তেল
  18. প্রয়োজন মতগোটা গরম মশলা
  19. ১ টা তেজপাতা
  20. ২টো লঙ্কা
  21. ১চা চামচ কেওড়া জল
  22. ১চা চামচ গোলাপ জল
  23. ২চা চামচ তেল
  24. ১/২ লেবুর রস

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    প্রথমে চাল ধুয়ে আধঘণ্টা মতো ভিজিয়ে রেখেছি, এরপর জল ঝড়িয়ে নিয়েছি।

  2. 2

    পেঁয়াজ কুচি করে কেটে ১চামচ নুন মাখিয়ে মিনিট ১৫ রেখেছি যাতে নরম ও হবে আর ভাজা ও তাড়াতাড়ি হবে

  3. 3

    এবার কড়াইয়ে ১/২ কাপ তেল গরম করে পেয়াঁজ দিয়ে অল্প আচে লাল করে ভেজে তুলে নিতে হবে

  4. 4

    এবার মাংস ম‍্যরিনেশনের জন্যে উপরোক্ত সব মশলা, কিছুটা ভাঁজা পেঁয়াজ ও ৩চামচ পেঁয়াজের তেল দিয়ে ভালো করে মেখে ১/২ ঘন্টা রেখে দিতে হবে।

  5. 5

    হাড়িতে জল বসিয়ে ২চামচ নুন,২-৩টে ছোট এলাচ,দারচিনি টুকরো,১টুকরো জয়িত্রি,৪টে লবঙ্গ,২টো কাচা লঙ্কা ও ২চামচ তেল দিয়ে জল ফুটতে দিতে হবে।জল ভালো করে ফুটে গেলে চাল দিয়ে ৮০ শতাংশ ফুটে গেলে নামিয়ে জল ঝড়িয়ে নিতে হবে।

  6. 6

    এবার ঐ কড়াইয়ে আরো ও একটু তেল দিয়ে প্রথমে আলুতে নুন,হলুদ মাখিয়ে ভেজে তূলে রাখতে হবে‌,এবার ম‍্যারিনেট করা মাংস দিয়ে অল্প আঁচে।কষাতে হবে।ঢেকে রান্না ক‍রতে হবে।

  7. 7

    এবার ভাঁজা আলু দিতে হবে।গোলাপ ও কেওড়া জল দিতে হবে।মাংস যখন ৮০ শতাংশ সেদ্ধ হয়ে যাবে তখন মাংস গুলো গ্ৰেভি থেকে তুলে নিতে হবে।

  8. 8

    আর ঐ গ্ৰেভির ওপরে থাকা তেল কিছুটা তুলে রাখতে হবে।

  9. 9

    এবার দমে বসানোর জন্যে একটি হাড়িতে প্রথমে মাংসের গ্ৰেভি দিয়ে ওপরে ১স্তর চাল বিছিয়ে ওপরে মাংসের ৩-৪ টুকরো,২-৩টে আলু ও ২-৩টে ডিম দিয়ে কিছুটা বেরেস্তা,১/২চামচ বিরিয়ানি মশলা,ধনেও পুদিনা পাতা কুচি দিয়ে আবার ও কিছুটা চাল,ডিম ও আলু,বিরিয়ানি মশলা দিয়ে এভাবে তিন স্তর দিয়ে লাষ্টে বিরিয়ানি মশলা, ধনেও পুদিনা পাতা কুচি ও গ্ৰেভির তেল ছড়িয়ে দিলাম

  10. 10

    এবার হাড়ির ঢাকনা দিয়ে ওপরে আটার লেয়ার দিয়ে আটকে একটা চাটুর ওপর বসিয়ে ২০ মিনিট মতো লোফ্লেমে দমে বসিয়ে রেখেছি।

  11. 11

    ২০ মিনিট বাদে গ‍্যাস বন্ধ করে আরোও আধঘণ্টা দমে বসিয়ে রেখে ছি।

  12. 12

    এবার প্লেটে সাজিয়ে স‍্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করলাম

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

মন্তব্যগুলি (8)

দ্বারা রচিত

Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes

More Recommended Recipes