কড়াইশুঁটির খাস্তা কচুরি(Koraisutir Khasta kachori Recipe In Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655
রেসিপি এডিট করুন
See report
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৪জন
  1. ১কাপ কড়াইশুঁটি
  2. ১টুকরো আদা
  3. ৪টে লঙ্কা
  4. ১চা চামচ ঘি
  5. ১/২চা চামচ মৌরি
  6. ১চা চামচ জিরে
  7. ১/২চা চামচ হিং
  8. ২টেবিল চামচ বেসন
  9. ১চা চামচ ভাজা মশলা (জিরে, ধনে ও শুখনো লঙ্কা ভেজে গুড়ো
  10. ১/২চা চামচ গরম মশলা গুঁড়ো
  11. স্বাদ মতনুন ও চিনি
  12. ১/২চা চামচ বিট নুন
  13. ২টেবিল চামচ ধনেপাতা কুচি
  14. ১/২চা চামচ আমচুর পাউডার
  15. ২০০গ্ৰাম ময়দা
  16. ১/৪ কাপ ঘি বা তেল
  17. পরিমাণ মতভাজার জন্য সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে কড়াইশুটি লঙ্কা ও আদাকুচি দিয়ে পেষ্ট করে নিতে হবে, জল না দিয়ে।

  2. 2

    এবার কড়াইয়ে ১চামচ ঘি দিয়ে মৌরি ও জিরে ফোড়ন দিয়ে সুগন্ধ বেড়োলে হিং ও বেসন দিয়ে ভেজে নিতে হবে

  3. 3

    এবার এর মধ্যে বাটা কড়াইশুটি দিয়ে ভাজতে হবে, নুন,বিটনুন, চিনি, আমচূড়, গরমমশলা গুড়ো, ও ভাজা মশলা দিয়ে নাড়তে হবে।সবশেষে ধনেপাতা কুচি দিয়ে নাড়তে নাড়তে যখন শুখিয়ে কড়া ছেড়ে ডো মতো হবে তখন নামিয়ে ঠান্ডা করে নিতে হবে

  4. 4

    এবার ময়দায় তেল,নুন দিয়ে ভালো করে ময়ান দিয়ে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো মেখে নিতে হবে।

  5. 5

    এবার ময়দার ডো থেকে ছোট ছোট লেচি কেটে বাটির আকারে গড়ে ভেতরে পুর ভরে মুখ আটকে একটু হাত দিয়ে চেপে চেপে নিতে হবে।

  6. 6

    এবার কড়াইয়ে তেল গরম করে কচুরি গুলো অল্প আঁচে মুচমুচে করে ভেজে নিলেই তৈরী ।আমার বানানো তেঁতুলের চাটনির সঙ্গে সাজিয়ে দিলাম কড়াইশুটির খাস্তা কচুরি।

প্রতিক্রিয়াগুলি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

দ্বারা রচিত

Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes