মালাই মুরগি

Rimpa
Rimpa @cook_16779605

#simpleandsizzling এটা সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি,এটা আমি এই প্রথম বানিয়ে ছিলাম, এই চিকেন বানিয়ে নতুন একটা স্বাদ পেয়েছি, আমার এবং আমার পরিবারের সবার পছন্দ হয়েছে ।জানি না এভাবে আগে কেউ বানিয়েছে কিনা,এটা আমি বলব এটা মূলত রুটি, নান, পরটা র সঙ্গে পরিবেশন করার জন্য, তাহলে বেশি ভালো লাগবে ।

মালাই মুরগি

#simpleandsizzling এটা সম্পূর্ণ আমার নিজের একটা রেসিপি,এটা আমি এই প্রথম বানিয়ে ছিলাম, এই চিকেন বানিয়ে নতুন একটা স্বাদ পেয়েছি, আমার এবং আমার পরিবারের সবার পছন্দ হয়েছে ।জানি না এভাবে আগে কেউ বানিয়েছে কিনা,এটা আমি বলব এটা মূলত রুটি, নান, পরটা র সঙ্গে পরিবেশন করার জন্য, তাহলে বেশি ভালো লাগবে ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. মুরগি মাংস, নারকেলের দুধ, আদার রস, রসুন এর রস, পেঁয়াজ এর রস, পাতি লেবু র রস, কাঁচা লঙ্কা বাটা, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুর, গোলমরিচ গুড়ো,গরম মশলা গুড়ো, চিনি, বাটার (সাদা তেল ব্যবহার করা যাবে)

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন মিডিয়াম পিস করে একটা টুতপিক বা কাটা চামচ এর সাহায্যে ছেদ করে নিতে হবে, তার পর আদা,রসুন, পেঁয়াজ ও পাতিলেবু রস এর মধ্যে নুন ও গোলমরিচ গুড়ো মিলিয়ে মিনিমাম এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে (এক ঘন্টার বেশি রাখলে রেফিজেটারে রাখতে হবে)।

  2. 2

    রস থেকে তুলে নিয়ে একটা ছাকনী মধ্যে রেখে কিছুক্ষণ রেখে রসটা ঝরিয়ে নিতে হবে ।

  3. 3

    কড়াই গরম করে তাতে বাটার বা সাদা তেল গরম করে তাতে তেজপাতা, গোটা গরম মশলা ও জিরে ফোরন দিয়ে ওর মধ্যে মাংস দিয়ে বাদামি রঙ ধরা পর্যন্ত ভেজে নিতে হবে, তার পর লঙ্কা গুঁড়ো দিয়ে একটু ভেজ ওর মধ্যে মাংস ভেজানো রস দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, তার পর পরিমাণ মতো নুন,চিনি, জিরে গুঁড়ো ও কাচা লঙ্কা বাটা দিয়ে আবার একটু কসিয়েনিয়ে ওর মধ্যে নারকেলের দুধ, দুটো গোটা কাচা লঙ্কা ও গরম মশলা গুড়ো দিয়ে একটু রান্না করলেই তৈরি হয়ে যাবে মালাই মুরগি ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Rimpa
Rimpa @cook_16779605

মন্তব্যগুলি

Similar Recipes