দই সেমাই চিজ কেক

জান্নাতুল নাঈম
জান্নাতুল নাঈম @cook_17484484
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. সেমাইয়ের লেয়ারের জন্যঃ
  2. ১ প্যাকেটকুলসন সেমাই
  3. ১.৫ টেবিল চামচঘি
  4. ৩/৪ কাপকনডেন্সড মিল্ক
  5. ১ কাপপানি ঝরানো টক দই
  6. ১/২ কাপঘন দুধ (এক কাপ দুধকে জ্বাল দিয়ে হাফ করে নেয়া),
  7. ১/২ কাপ কনডেন্সড মিল্ক বা স্বাদমতো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    সেমাইগুলোকে হাত দিযে ভেংগে ঘি দিয়ে ভাজতে হবে। কিছুক্ষন ভাজার পরে এতে কনডেন্সড মিল্ক দিয়ে ভালোভাবে মিশাতে হবে। অনবরত নেড়েচেড়ে সেমাইটা ক্রিস্পি হয়ে গেলে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে। এরপর মিশ্রণটি গরম থাকা অবস্থায় আগে থেকে তেল গ্রিজ করা কেক প্যানে সমানভাবে বিছিয়ে দিতে হবে।

  2. 2

    সেকেন্ড লেয়ারের সব উপকরণগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালোভাবে মিশিয়ে সেমাইয়ের উপরে দিয়ে দিতে হবে।

  3. 3

    চুলায় একটা ননস্টিক হাড়ির ভিতর স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে দশ মিনিট গরম করে নিতে হবে। এরপর হাড়ির ভিতর কেক প্যানটি বসিয়ে মিডিয়াম লো আঁচে আধাঘন্টা বেক করতে হবে অথবা দই সেট হওয়া পর্যন্ত। কেক ঠান্ডা হলে আনমোল্ড করে খেয়ে ফেলুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
জান্নাতুল নাঈম

মন্তব্যগুলি

Similar Recipes