রাজমা চিকেন

Debasis Das
Debasis Das @cook_16565238

#ফুড টক

রাজমা চিকেন

#ফুড টক

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৩ জন র জন্য
  1. ২০০ গ্রাম রাজমা
  2. ২৫০ গ্রাম চিকেন
  3. ১ কাপ পেঁয়াজ কুচানো
  4. ১ টেবিল চামচ আদা পেষ্ট
  5. ৭-৮ টি রসুন কোয়া কুচানো
  6. ১ টি মাঝারি টমেটো কুচানো
  7. ১ টেবিল চামচ জিরা গুঁড়ো
  8. ১ টেবিল চামচ ধনে গুঁড়ো
  9. ১ টেবিল চামচ লাল লঙ্কা গুঁড়ো
  10. ৪-৫ টি কাচা লঙ্কা
  11. ১/২টেবিল চামচহলুদ গুঁড়ো
  12. ২-৪ টি তেজ পাতা
  13. ৩ টি এলাচ
  14. ২-৪ টে মাঝারি দারুচিনি
  15. ১/২ টেবিল চামচ গরম মসলা গুড়ো
  16. ২-৪ টি ধনে পাতা কুচানো
  17. ১ টেবিল চামচ কসুরি মেথি
  18. ২ টেবিল চামচ সাদা তেল
  19. ১টেবিল চামচ ঘি
  20. স্বাদ মতনলবন ও চিনি
  21. প্রয়োজন মত কাজু

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    রান্না র এক দিন আগে রাজমা ভিজিয়ে রেখেছি। এবার রাজমা কে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার পেসার কুকার এ ২ কাপ জল দিয়ে ওভেন এ বসলাম তাতে ১ মাঝারি মানের আলু কুচিয়ে দিলাম।২-৩ সিটি পড়ার পর ওভেন অফ করে দিলাম। সেদ্ধ হয়ে গেল রাজমা।

  2. 2

    এবার চিকেন এ টুকরো গুলো কিমা আকার এ করে নিলাম। তাতে পিঁয়াজ, রসুন, আদা, সামান্য টক দই, হলুদ, লবন, জিরে, ধনে গুড়ো মিশিয়ে ম্যারিনেট করে নিলাম। এবার প্যান তে সাদা তেল এ তেজ পাতা দিয়ে তাতে পিঁয়াজ, রসুন, আদা, টমেটো কুচি দিয়ে নাড়তে থাকলাম এবার ম্যারিনেট করা চিকেন র কিমা দিলাম, এবার একে একে লবন, হলুদ, জিরে-ধনে গুড়ো, ছোট এলাচ দারুচিনি যোগ করে তাতে পেসার কুকার সেদ্ধ রাজমা দিলাম ওই চিকেন কিমার প্যান র মধ্যে আর নাড়তে থাকলাম, আঁচ সিম করে ঢাকা দিলাম। তেল ভেসে উঠবে আর সুন্দর এক ফুরফুরে গন্ধে ভরে যাবে।

  3. 3

    এবার ঘি, স্বাদ মতন চিনি, গরম মসলা র কাজু দিলাম ব্যাস হয়ে গেল রাজমা চিকেন। গরম রুমালি রুটি বা লাচ্ছা পরোটা র সাথে জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Debasis Das
Debasis Das @cook_16565238

মন্তব্যগুলি

Similar Recipes