ফ্রাইড চিকেন(fried chicken recipe in Bengali)

Keya Nayak
Keya Nayak @cook_12214370

#ইভিনিং স্ন্যাক্স

ফ্রাইড চিকেন(fried chicken recipe in Bengali)

#ইভিনিং স্ন্যাক্স

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫ মিনিট
৪ জনের জন্যে
  1. ৩০০ গ্রাম চিকেন
  2. ১কাপদুধ
  3. ১ চা চামচলেবুর রস
  4. ২টি ডিম
  5. ১ কাপময়দা
  6. ১ কাপকর্ন ফ্লাওয়ার
  7. ১ চা চামচধনে গুঁড়ো
  8. ২ চা চামচপেপরিকা পাউডার
  9. ১ চা চামচড্রাই রোজ মেরি
  10. ১/২ চা চামচড্রাই অরিগ্যানো
  11. ১ চা চামচ রসুন গুঁড়ো
  12. ২ চা চামচগোলমরিচ গুঁড়ো
  13. ২ চা চামচ রসুন কুচি
  14. প্রয়োজন অনুযায়ীসাদা তেল
  15. স্বাদ অনুযায়ীনুন

রান্নার নির্দেশ সমূহ

১৫ মিনিট
  1. 1

    প্রথমে চিকেন লম্বা লম্বা করে কেটে ভালো করে ধুয়ে নিতে হবে। মিট ম্যালেট র সাহায্যে একটু পাতলা করে নিতে হবে।

  2. 2

    দুধে এক চা চামচ লেবুর রস দিয়ে ৫ মিনিট রেখে দিতে হবে, বাটার মিল্ক এর জন্যে।

  3. 3

    বাটার মিল্কের সাথে, ডিম,১ চা চামচ পেপরিকা পাউডার,নুন,১ চা চামচ গোল মরিচ, রোজ মেরি,অরিগ্যানো, রসুন কুচি খুব ভালো করে মিক্সড করে নিয়ে চিকেন টুকরো গুলো ডুবিয়ে রেখে দিতে হবে ৪ ঘণ্টা।

  4. 4

    ময়দা, কর্ন ফ্লাওয়ার, বাকি পেপরিকা, ধনে গুঁড়ো, বাকি গোল মরিচ, নুন, ড্রাই রসুন গুঁড়ো, খুব ভালো করে মিক্সড করে নিতে হবে।

  5. 5

    কড়া তে তেল দিয়ে ভালো করে গরম করে নিতে হবে।

  6. 6

    এর পর একটা করে চিকেন বাটার মিল্ক থেকে তুলে ময়দা কর্ন ফ্লাওয়ার এর মিশ্রণে ডুবিয়ে আবার বাটার মিল্ক এ ডুবিয়ে আবার ময়দা ও কর্ন ফ্লাওয়ার র গুঁড়ো ভালো করে মাখিয়ে ছাঁকা তেলে ভাজা তে হবে।২-৩ মিনিট কম আঁচে ভেজে তারপর আঁচ বাড়িয়ে ভেজে তুলে নিতে হবে।

  7. 7

    তাহলে রেডী ফ্রাইড চিকেন। টম্যাটো সস র সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Keya Nayak
Keya Nayak @cook_12214370

Similar Recipes