রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ঘন্টা
৫জন
  1. ৩০০ গ্রাম গোবিন্দ ভোগ চাল
  2. ৫টাপটল
  3. ১চা চামচগোটা গরম মশলা
  4. ১০ - ১২টাকাজু, কিসমিস
  5. স্বাদ মতলবণ ওচিনি
  6. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ১চা চামচ গোটা জিরে মচ
  8. ২-৩তেজ পাতা
  9. ৫ - ৮ টেবিল চামচসাদা তেল
  10. ২ টেবিল চামচ ঘি বড়
  11. ১চা চামচ গরম মসলা গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

১ঘন্টা
  1. 1

    প্রথমে চাল টা কে ১ ঘন্টা আগে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    দ্বিতীয় ধাপ-পটলের উপরের হাল্কা করে ছুরি বা বটির সাহায্য ঘসে গোটা একটা পটলে লবণ ও হলুদ মাখিয়ে রেখে দিতে হবে ১০ থেকে ১৫ম মিনিট।

  3. 3

    তারপর আবার চলে এলাম চালের ধাপে চাল টা ১ ঘন্টা পর হাতে করে চটকে ভেঙে নিলাম।

  4. 4

    তৃতীয় ধাপ-কড়াইতে এক চামচের মত ঘি দিয়ে কাজু কিসমিস গুলো সামান্য লাল করে ভেজে তুলে নিয়ে সেই কড়াই তে ঘি দিয়ে লবণ ও হলুদ মাখিয়ে রাখা গোটা পটল গুলো ভেজে তুলে নিতে হবে।

  5. 5

    চতুর্থ ধাপ-আবার কড়াইতে 2 চামচ ঘি দিয়ে তেজ পাতা ও গোটা গরম মসলা দিয়ে চাল গুলো দিয়ে কম আঁচে সমানে নাড়া চাড়া করতে হবে যতো লড়াইয়ের তলায় না লেগে যায়।

  6. 6

    ভাজা অবস্থায় তাতে হলুদ, পরিমান মতো লবণ আর চিনি দিয়ে সমানে নাড়তে হবে।

  7. 7

    পঞ্চমধাপ-তারপর তাতে ভেজে রাখা গোটা পটল গুলো দিয়ে কম আঁচে কম কম জল দিয়ে ঢেকে ঢেকে করতে হবে

  8. 8

    এই ভাবেই কম আঁচে জল দিয়ে নাড়তে নাড়তে সেদ্ধ হবে।

  9. 9

    ষষ্ঠ ধাপ -তারপর কাজু কিসমিস গুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে নামানোর আগে গরম মসলা গুঁড়া সামান্য আর ঘি ২ চামচ দিয়ে নামিয়ে নিয়ে গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shalini Mishra Bajpayee
Shalini Mishra Bajpayee @cook_23530995
বাকুড়া
আমি একজন গৄহ বধু।আমি রান্না করতে আর খাওয়াতে ও খেতে খুব ভালো বাসি।
আরও পড়ুন

Similar Recipes