এগ65 (egg 65 recipe in Bengali)

Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

বর্তমানেখুব জনপ্রিয় একটা স্ন্যাকস এগ 65।ছোট বড় সকলেরই পছন্দসইনোনতা ডিশ। এগ65 পকোড়ার মতো খাওয়া যায়, আবার গ্রেভির সাথে আরো টেস্টি হয়ে যায়।

এগ65 (egg 65 recipe in Bengali)

বর্তমানেখুব জনপ্রিয় একটা স্ন্যাকস এগ 65।ছোট বড় সকলেরই পছন্দসইনোনতা ডিশ। এগ65 পকোড়ার মতো খাওয়া যায়, আবার গ্রেভির সাথে আরো টেস্টি হয়ে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জন
  1. ৪ টা সিদ্ধ ডিম
  2. ১ টা কাঁচা ডিম
  3. ১ টা বড় পেঁয়াজ কুচি
  4. ১ চা চামচ আদা বাটা
  5. ১ চা চামচ রসুন বাটা
  6. ২-৩ টা কাঁচালঙ্কা কুচি
  7. ২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার
  8. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  9. গ্রেভির জন্য
  10. ৩-৪ টা কারিপাতা
  11. ৩-৪ টা কাঁচালঙ্কা
  12. ১ টেবিল চামচ টমেটো সস
  13. ১ টেবিল চামচ সোয়া সস
  14. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ো
  15. স্বাদ অনুযায়ী লবণ
  16. পরিমাণ মতো সরষের তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ৪টা সিদ্ধ ডিমের শুধু সাদা অংশ গুলো ছোট ছোট টুকরো করে নিতে হবে।এবার কুচোনো ডিমের সাথে পেঁয়াজ কুচি, ১ টেবিল চামচ আদা রসুন বাটা, কয়েকটা কাঁচালঙ্কা কুচি,১টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ো,২ টেবিল চামচ কর্ণফ্লাওয়ার,স্বাদ অনুযায়ী লবণ ও একটা কাঁচা ডিম দিয়ে সব ভালো ভাবে মেখে নিতে হবে ।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে, অল্প আঁচে পকোড়ার মতো ভেজে নিতে হবে।ডিম খুব ফোটে, তাই আঁচ কম করে ভাজতে হবে।এটা পকোড়ার মতোও খেতে ভালো লাগে।

  3. 3

    Egg 65 এর গ্রেভি জন্য, ১ টেবিল চামচ তেল গরম করে, এর মধ্যে ২|৩ টা কারিপাতা ও কাঁচালঙ্কা ফোড়ন দিয়ে, এর মধ্যে ১ টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিতে হবে।তারপর এর মধ্যে ১ টেবিল চামচ টমেটো সস ও ১ টেবিল চামচ সোয়া সস,১টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুড়ো,স্বাদ বুঝে লবণ দিয়ে ভালো ভাবে মিশিয়ে নিয়ে,সামান্য জলের ছিটে দিয়ে, পকোড়া গুলো দিয়ে,ভালো ভাবে মশলার সাথে মিশিয়ে নিলেই তৈরি egg 65।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Suranya Lahiri Das
Suranya Lahiri Das @cook_25623034

Similar Recipes