উচ্ছে-আলু দিয়ে মাছের-তেলের তেঁতো চচ্চড়ি (ucche aloo diye maacher teler teto chocchori)

Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719

#তেঁতো /টক আমরা সকলেই কম-বেশি তেতো খেতে পছন্দ করে থাকি|
আর সেটি যদি হয় মাছের-তেলের তেতো চচড়ি, তাহলে তো কথাই নেই এবং এটি খেতেও ভীষণ ভালো হয়| সাধারণত গরম ভাতের সাথে এটি পরিবেশন করা হয়ে থাকে,যারা তেতো খেতে ভালোবাসেন,এই রেসিপিটি তাঁদের জন্য|

উচ্ছে-আলু দিয়ে মাছের-তেলের তেঁতো চচ্চড়ি (ucche aloo diye maacher teler teto chocchori)

#তেঁতো /টক আমরা সকলেই কম-বেশি তেতো খেতে পছন্দ করে থাকি|
আর সেটি যদি হয় মাছের-তেলের তেতো চচড়ি, তাহলে তো কথাই নেই এবং এটি খেতেও ভীষণ ভালো হয়| সাধারণত গরম ভাতের সাথে এটি পরিবেশন করা হয়ে থাকে,যারা তেতো খেতে ভালোবাসেন,এই রেসিপিটি তাঁদের জন্য|

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1 ঘন্টা
5-6 জন
  1. 250 গ্রামউচ্ছে(ছোট টুকরো করে নিতে হবে)
  2. 2টো বড়ো আলু(ছোট টুকরো করে নিতে হবে)
  3. 2টো বড়ো পেঁয়াজ(কুঁচি করে নিতে হবে)
  4. 300 গ্রামরুই-মাছের তেল
  5. 4-5 চা চামচসর্ষের-তেল
  6. 1 চা চামচআদা-বাটা
  7. 1 চা চামচরসুন-বাটা
  8. 1 চা চামচলঙ্কা গুঁড়ো
  9. 1/2চা চামচ হলুদ গুঁড়ো
  10. স্বাদ মতোলবণ

রান্নার নির্দেশ সমূহ

1 ঘন্টা
  1. 1

    কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুঁচি হালকা ভেজে, একে একে উচ্ছে,আলু আর মাছের-তেল দিয়ে একটু ভেজে নিয়ে, আদা-রসুন বাটা, লঙ্কা-গুঁড়ো, হলুদ-গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে|

  2. 2

    তারপর 10 মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে(সব্জির জলেই সেদ্ধ হবে আলাদা করে জল দিতে হবে না

  3. 3

    "উচ্ছে-আলু দিয়ে মাছের-তেলের তেতো চচড়ি" গরম ভাতের সাথে এটি পরিবেশন করুন|

  4. 4

    10 মিনিট পর ঢাকা খুলে ধীমে আঁচে চচড়ি টা ভালো করে ভাজতে হবে|এরপর সব্জি আর মাছের-তেল ভাজা ভাজা হলেই রেডি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Priyanka das(abhipriya)
Priyanka das(abhipriya) @cook_21783719
Follow me on Instagram @swaaad_a_kolkata
আরও পড়ুন

Similar Recipes