পাঞ্জাবি ফিশ কারি (Punjabi fish curry recipe in Bengali)

Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

#ebook2
#জামাইষষ্ঠি
একদম ভিন্ন রকমের মাছেরই একটা রেসিপি যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এটা দিয়ে এক থালা ভাত মেখে খাওয়া যাবে।

পাঞ্জাবি ফিশ কারি (Punjabi fish curry recipe in Bengali)

#ebook2
#জামাইষষ্ঠি
একদম ভিন্ন রকমের মাছেরই একটা রেসিপি যেটা খেতে দুর্দান্ত স্বাদের হয় এটা দিয়ে এক থালা ভাত মেখে খাওয়া যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

কুড়ি মিনিট
দুজনের জন্য
  1. ৪00 গ্রাম রুই বা কাতলা মাছ
  2. 1 টি পেঁয়াজ স্লাইস করে কাটা
  3. 1 টিটমেটো স্লাইস করে কাটা
  4. 1 চা চামচহলুদ গুঁড়ো
  5. 1 চা চামচজিরা গুঁড়ো
  6. 1 চা চামচলঙ্কার গুঁড়ো
  7. 1 চা চামচ ধনের গুঁড়ো
  8. 1 চা চামচআদা বাটা
  9. 1 চা চামচরসুন বাটা
  10. 1 চা চামচ নুন
  11. 1 চা চামচলঙ্কাবাটা
  12. প্রয়োজন অনুযায়ীতেল
  13. 1 চা চামচকাসুরি মেথি

রান্নার নির্দেশ সমূহ

কুড়ি মিনিট
  1. 1

    প্রথমেই মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপর মাছটার মধ্যে নুন, হলুদ,জিরের গুঁড়ো, ধোনের গুঁড়ো,আদা বাটা,রসুন বাটা,লঙ্কার গুঁড়ো,কাঁচা লঙ্কা বাটা, কিছুটা তেল, ভালোভাবে মেখে নিয়ে আধাঘন্টা মত ম্যারিনেট করবার জন্য রেখে দেব।

  2. 2

    তারপর একটা ফ্রাইপেন বসিয়ে তার মধ্যে তেল দেবো তেলের মধ্যে স্লাইস করে কাটা পেঁয়াজ টমেটো দিয়ে ভেজে নেব, ভেজে নেবার পর টমেটো আর পেয়াজ ঠান্ডা করে মিক্সিতে পেস্ট বানিয়ে নেব ।

  3. 3

    তারপর আবার ফ্রাই প্যানে তেল দেব তাতে ম্যারিনেট করা মাছটা দিয়ে ফ্রাই করবো ।

  4. 4

    দুই দিক ফ্রাই হওয়ার পর মাছটার মধ্যে টমেটো পেয়াজ পেস্ট দিয়ে দেব।

  5. 5

    একটু নেড়ে নিয়ে তার মধ্যে জল দেবো আরেকটু নুন দেব।

  6. 6

    যখন ঘন ঘন মত হয়ে যাবে তখন কাসুরি মেথি দিয়ে ঢাকা দিয়ে নামিয়ে পরিবেশন করব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Pousali Mukherjee
Pousali Mukherjee @cook_16727365

মন্তব্যগুলি (16)

Srilekha Banik
Srilekha Banik @cook_21083076
কাড়ি বলতে ~ দই প্রধান রান্না বুঝি ৷ এটার নাম কাড়ি না কারি ?

Similar Recipes