মটন কষা(mutton kosha recipe in Bengali)

RAKHI BISWAS
RAKHI BISWAS @ponka

#স্পাইসি

মটন কষা(mutton kosha recipe in Bengali)

#স্পাইসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 500 গ্রামখাসির মাংস
  2. 1 চা চামচভিনেগার
  3. 6 টাকাঁচা লঙ্কা
  4. 8 টিশুকনো লঙ্কা
  5. 1/2 চা চামচগোলমরিচ
  6. 2টেবিল চামচ মিট মসলা
  7. 1 চা চামচহলুদ গুঁড়ো
  8. স্বাদমতোলবণ
  9. 3 টেপেঁয়াজ কুচি
  10. 1 চা চামচআদা বাটা
  11. 2 টিতেজপাতা
  12. 1 টিদারচিনি
  13. 3 টেএলাচ
  14. 4 টিলবঙ্গ
  15. 7টেবিল চামচ সরিষার তেল
  16. 1 চা চামচবাটা গরম মসলা
  17. 1 টিটমেটো কুচি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ভিনিগার দিয়ে আধ ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে.আদা,রসুন,কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা গোলমরিচ, পেস্ট করে নিতে হবে ।এবাৱ গরম মসলা বাদে মাংসের মধ্যে তেল পেঁয়াজ কুচি,দিয়ে সব মসলা ম্যারিনেট করে রাখতে হবে এক ঘন্টার জন্য.

  2. 2

    এবার কড়াইতে আরও তিন চামচ তেল দিতে হবে. গরম মসলা, তেজপাতা ফোরন দিতে হবে. মাংস দিতে হবে কম আচে ঢাকা দিয়ে রাখতে হবে 15 মিনিট। এবার টমেটো দিতে হবে, টমেটো দিয়ে মাঝে মাঝে নাড়তে হবে । 15 মিনিট ঢাকা দিয়ে আবার রান্না করতে হবে. মাঝে মাঝে নেরে দিতে হবে যাতে লেগে না যায়।

  3. 3

    এবার সামান্য পরিমাণ জল দিতে হবে, বেশি জল দেওয়া যাবে না. গ্রেভি ঘন হয়ে মাংস সেদ্ধ হয়ে গেলে গরম মসলা বাটা দিয়ে নামিয়ে নিতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
RAKHI BISWAS

Similar Recipes