পিঁয়াজি(Onion filtters recipe in Bengali)

Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

#ভাজার রেসিপি গরম গরম পিঁয়াজির সাথে মুড়ি আর লাল চা ভীষণ ভালো লাগে।

পিঁয়াজি(Onion filtters recipe in Bengali)

#ভাজার রেসিপি গরম গরম পিঁয়াজির সাথে মুড়ি আর লাল চা ভীষণ ভালো লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৭-৮ টিপিঁয়াজ
  2. ৬টাকাঁচা লঙ্কা কুচি
  3. ২চা চামচ চালের গুঁড়ো
  4. ১চা চামচময়দা
  5. ৪চা চামচ বেসন
  6. স্বাদ মতোনুন
  7. ১চা চামচহলুদ ‌
  8. ১চা চামচচিনি
  9. পরিমান মতোতেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে পেঁয়াজ গুলো খোসা ছাড়িয়ে স্লাইস করে নিতে হবে। লঙ্কা গুলো কুচি করে নিতে হবে।

  2. 2

    এবার একটা বাটিতে পেঁয়াজ,লঙ্কা কুচি, নুন, চিনি সব একসাথে মাখিয়ে ৫মিনিট মতো ঢাকা দিয়ে রাখতে হবে।

  3. 3

    এবার ঢাকা খুলে তাতে চালের গুঁড়ো, ময়দা,বেসন, হলুদ সব এক সাথে মাখিয়ে নিতে হবে।

  4. 4

    কড়াইতে তেল গরম করে তাতে পিঁয়াজি সেপ দিয়ে ভেজে নিতে হবে মুচমুচে করে।

  5. 5

    তাহলেই তৈরি পিঁয়াজি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Chameli Chatterjee
Chameli Chatterjee @cook_23071175

Similar Recipes