চিকেন কারী(Chicken curry recipe in Bengali)

Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া

#ebook2
দূর্গা পূজা
ছোট বড় সকলের ই প্রিয় চিকেন কারী

চিকেন কারী(Chicken curry recipe in Bengali)

#ebook2
দূর্গা পূজা
ছোট বড় সকলের ই প্রিয় চিকেন কারী

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
5 জন
  1. 1 কেজিচিকেন
  2. 150 গ্রামটক দই
  3. 1 চা চামচহলুদ
  4. 1 চা চামচলঙ্কা গুড়ো
  5. স্বাদ মতোনুন
  6. 1/2 চা চামচচিনি
  7. 1 চা চামচজিরে গুড়ো
  8. 1 চা চামচকাশ্মীরী লঙ্কা গুড়ো
  9. 1 চা চামচগরম মশলা গুড়ো
  10. 2 চা চামচধনে পাতা কুচি
  11. 5 টিকাঁচা লঙ্কা
  12. 6 কোয়ারসুন
  13. 350 গ্রামপেঁয়াজ
  14. 1/2 কাপটমেটো বাটা
  15. 250 গ্রামসরষের তেল
  16. 1 চা চামচআদা বাটা
  17. 1 1/2 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথম এ চিকেন টা হলুদ অল্প টক দই নুন ও 2 চামচ তেল দিয়ে 30 মিনিট মতো ম্যারিনেট করতে হবে।

  2. 2

    ম্যারিনেট করা চিকেন টা তেলে ভেজে নিতে হবে। আলু দিলে সেটা ও ভেজে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে তেল গরম করে তাতে গোটা গরম মশলা ও দারচিনি ও কাঁচা লঙ্কা দিয়ে ফোড়ন করতে হবে। তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভাজতে হবে।

  4. 4

    ভাজা হয়ে গেলে তাতে টমেটো আদা বাটা ও গুড়ো মশলা দিয়ে কষিয়ে নিতে হবে।

  5. 5

    মশলা থেকে তেল ছাড়লে টক দই দিয়ে একটু নেড়ে ভাজা চিকেন টা দিয়ে দিতে হবে (ইচ্ছা হলে আলু ও যোগ করতে পারো)।

  6. 6

    কষিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে ঢেকে দিতে হবে।10 মিনিট মতো হবার পর ঢাকনা খুলে দেখে নিয়ে গরম মশলা গুড়ো ও ঘি দিয়ে নেড়ে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিতে হবে । তৈরী চিকেন কারী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Payeli Paul Datta
Payeli Paul Datta @payelicook123
হাওড়া
পেশা শিক্ষকতা, নেশা রান্না । সর্বোপরি নতুন নতুন রান্না করে সবাই কে খাওয়া তে ভালোবাসি।
আরও পড়ুন

Similar Recipes