দুধ পটল (Dudh potol recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#পটলমাস্টার

দুধ পটল (Dudh potol recipe in Bengali)

#পটলমাস্টার

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৩জন
  1. ৫০০গ্ৰাম পটোল
  2. ১কাপ দুধ
  3. ২ চা চামচপোস্ত
  4. ১ চা চামচ চারমগজ
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. ১/২ চা চামচ চিনি
  7. ২চা চামচ ঘি
  8. ১/২চা চামচফোড়নের জন্য জন্য জিরে
  9. ১ চা চামচ জায়ফল,জয়িত্রী ও এলাচ
  10. ১চা চামচ কাজু, কিসমিস
  11. ১চা চামচ জায়ফল, জয়িত্রী ও এলাচ গুড়ো
  12. পরিমাণ মতোভাজার জন্যে সাদা তেল
  13. ১/৪ চা চামচহলুদ
  14. ৪টি কাঁচালঙ্কা
  15. ১ চা চামচ লঙ্কা বাটা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    প্রথমে পটোল খোসা ছাড়িয়ে নিয়ে দুদিক কেটে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে।

  2. 2

    এবার কড়াইয়ে তেল গরম করে পটোল ও নুন ও হলুদ ছড়িয়ে ভালো করে ভেজে নিতে।হবে।

  3. 3

    আবার ও কড়াইয়ে তেল ও ১চামচ ঘি দিয়ে জিরে, জায়ফল,জয়িত্রী ও লঙ্কা ফোড়ন দিয়ে গন্ধ বেড়োলে পোস্ত বাটা চারমগজ বাটা ও লঙ্কা বাটা দিয়ে ভালো করে কযিয়ে পটল গুলো দিয়ে আবার ও ভালো করে কযিয়ে নিয়ে দুধ দিয়ে নাড়াচাড়া করে নুন,চিনি ও হলুদ দিয়ে তারপর ঢাকা দিয়ে রান্না করতে হবে।

  4. 4

    ঢাকা খুলে কাজু ও কিসমিস দিতে হবে।নামানোর আগে কাচালঙ্কা ২টো,১চামচ ঘি ও জয়িত্রী ও এলাচ গুড়ো দিয়ে নামিয়ে একটু ঢাকা দিয়ে রাখতে হবে।

  5. 5

    এবার প্লেটে ঢেলে লঙ্কা ও বাদাম দিয়ে সাজিয়ে দিলাম।এটি দেখতে ততটা ভালো না হলেও খেতে কিন্তু দারুন হয়।পোলাওর সঙ্গে খুব ভালো লাগবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes