ভেটকি মাছের ঝাল (Bhetki Machher Jhal, Recipe in Bengali)

Sikha Patra
Sikha Patra @cook_37576331

#DR

ভেটকি মাছের ঝাল (Bhetki Machher Jhal, Recipe in Bengali)

#DR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৪ মিনিট
২ জন
  1. ৩ টুকরো ভেটকি মাছ
  2. ২ টেবিল চামচ আদা পেঁয়াজ বাটা
  3. ১ টেবিল চামচ রসুন বাটা
  4. স্বাদ মত নুন
  5. ৩ টেবিল চামচ সর্ষের তেল
  6. ৪ চা চামচ হলুদ গুঁড়ো
  7. ২ চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
  8. ১ টি টমেটো স্লাইস
  9. ২ চা চামচ গোটা সাদা জিরে
  10. ১/২ কাপ ধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

২৪ মিনিট
  1. 1

    ভেটকি মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রাখতে হবে।

  2. 2

    এরপর করাইতে তেল দিয়ে ভেটকি মাছ হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।

  3. 3

    এরপর ওই তেলেই আলু ফুলকপি হালকা লাল করে ভেজে তুলে নিতে হবে।

  4. 4

    এরপর ওই তেলেই গোটা সাদা জিরে দিয়ে আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিতে হবে।

  5. 5

    এরপর নুন হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে কষাতে হবে।

  6. 6

    এরপর টমেটো স্লাইস দিয়ে আবার কষাতে হবে।

  7. 7

    তেল ছেড়ে আসলে জল দিয়ে ভেজে রাখা মাছ,আলু, ফুলকপি দিতে হবে।

  8. 8

    এরপর আলু ফুলকপি ভালো করে সিদ্ধ না হওয়া অব্দি ঢাকা দিয়ে রান্না করতে হবে

  9. 9

    এরপর আলু ফুলকপি সেদ্ধ হয়ে আসলে মাছ নরম হয়ে গেলে নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন ভেটকি মাছের ঝাল‌।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sikha Patra
Sikha Patra @cook_37576331

মন্তব্যগুলি

Similar Recipes