ব্রেড গুলাব জামুন

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

ব্রেড গুলাব জামুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
তিন জনের
  1. ৭ স্লাইসপাউরুটি
  2. আন্দাজ মতো চিনি
  3. ২ টিছোট এলাচ
  4. ১/২ কাপ তেল
  5. 3 টেবিল চামচ ঘন দুধ
  6. 1 চা চামচ আমন্ড কুচি
  7. ৭ টি কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পাউরুটি গুলির ধার কেটে গ্রাইন্ড করে নিতে হবে

  2. 2

    ঘন দুধ দিয়ে পাউরুটির গুঁড়া ভালো করে মেখে নিতে হবে

  3. 3

    মন্ড থেকে কিছুটা করে নিয়ে ভিতরে কিসমিস ভরে গোল করে নিতে হবে

  4. 4

    চিনি পরিমাণমতো জল দিয়ে রস তৈরি করে নিতে হবে। এলাচ গুলি দিয়ে দিতে হবে।

  5. 5

    তেল গরম করে পাউরুটির বল গুলি কম আঁচে লাল করে ভেজে নিতে হবে।

  6. 6

    চিনির রসে বল গুলি দিতে হবে।

  7. 7

    10 থেকে 15 মিনিট থাকার পরে তুলে প্লেটে সাজিয়ে নিতে হবে।

  8. 8

    ওপরে আমন্ড কুচি দিয়ে সাজিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes