মাটন ডাকবাংলো ।

Pink
Pink @cook_17348955

# উত্তর বাংলার রান্না ঘর।   খুব-ই কম তেল ও মশালার ব্যবহার করে খুব সুস্বাদু একটি মাটন, আলু ও ডিম দিয়ে তৈরী রান্না। গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগবে। এছাড়া রুটি বা পরোটা দিয়ে ও খাওয়া যায়। মাটন ডাকবাংলো বিশেষত্ব হচ্ছে- এই রান্না টি আমাদের দেশে ইংরেজ রাজত্বের সময় ইংরেজদের মনোরঞ্জনের জন্য প্রথম করা হয়েছিলো বলে রান্নাটিতে তেল ও মশালার ব্যবহার খুব-ই কম কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগবে। এছাড়া রুটি বা পরোটা দিয়ে ও খাওয়া যায়।

মাটন ডাকবাংলো ।

# উত্তর বাংলার রান্না ঘর।   খুব-ই কম তেল ও মশালার ব্যবহার করে খুব সুস্বাদু একটি মাটন, আলু ও ডিম দিয়ে তৈরী রান্না। গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগবে। এছাড়া রুটি বা পরোটা দিয়ে ও খাওয়া যায়। মাটন ডাকবাংলো বিশেষত্ব হচ্ছে- এই রান্না টি আমাদের দেশে ইংরেজ রাজত্বের সময় ইংরেজদের মনোরঞ্জনের জন্য প্রথম করা হয়েছিলো বলে রান্নাটিতে তেল ও মশালার ব্যবহার খুব-ই কম কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। গরম ভাত দিয়ে খেলে খুব ভালো লাগবে। এছাড়া রুটি বা পরোটা দিয়ে ও খাওয়া যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
১০ জনের জন্য
  1. ১ কেজি পাঠার মাংস
  2. ২ টি পেঁয়াজ
  3. ২ টো আলু
  4. ৬টি ডিম
  5. ১ টেবিল চামচ গোটা জিরা
  6. ১ টেবিল চামচ গোটা ধনে
  7. ৩ চা চামচ হলুদ গুঁড়ো
  8. ৩ চা চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
  9. পরিমাণ মতো নুন
  10. ২ টেবিল চামচ দই
  11. ১ টেবিল চামচ টমেটো পিউরি
  12. ৩ টে করে. লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার আনিস, বড় এলাচ
  13. ১/২ আঁটি ধনে পাতা
  14. ৫ টি . কাঁচা লঙ্কা
  15. ১ টেবিল চামচ ঘি
  16. ২ টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে মাংস দই, টমেটো পিউরি,হলুদ গুঁড়ো(২ চা চামচ), লঙ্কার গুঁড়ো(২ চা চামচ),জিরা-ধনে বাটা, (লবঙ্গ, এলাচ, দারচিনি, স্টার আনিস, বড় এলাচ)বাটা ও নুন দিয়ে মেখে রাখতে হবে ১৫-২০ মিনিট।

  2. 2

    ডিম সেদ্ধ করতে হবে।

  3. 3

    আলু খোসা ছাড়িয়ে আলু গুলো বড় বড় টুকরো করে কেটে নুন হলুদ (১/২ চা চামচ) মাখিয়ে ঘি ও তেল মিশিয়ে ভেজে নিতে হবে।

  4. 4

    ডিম খোসা ছাড়িয়ে নুন ও হলুদ (১/২ চা চামচ) মাখিয়ে ঘি ও তেল মিশিয়ে ভেজে নিতে হবে।তারপর ভাজা ডিম গুলোকে অর্দ্ধেক করে কেটে নিতে হবে।

  5. 5

    পেঁয়াজ সরু ও লম্বা লম্বা করে কেটে নিতে হবে এবং অল্প কড়া করে ঘি ও তেল মিশিয়ে ভেজে নিতে হবে।

  6. 6

    লঙ্কা মাঝ খান দিয়ে কেটে ঘি ও তেল মিশিয়ে ভেজে নিতে হবে।

  7. 7

    এবার মেখে রাখা মাংস কে বিনা তেলে ১কাপ জল দিয়ে প্রেসার কুকারে বসাতে হবে। প্রেসার কুকারে পাঁচবার লম্বা সিটি বাজলেই মাংস সিদ্ধ হয়ে যাবে।

  8. 8

    এবার কুকার থেকে নামিয়ে একটি পাত্রে ঢেলে তার ওপর দিয়ে ধনেপাতা কুচি এবং ভাজা পেঁয়াজ, লঙ্কা, আলু ও ডিম সুন্দর করে সাজিয়ে পরিবেশন করতে হবে।

  9. 9

    আপনারা চাইলে আমার মতন করে ও সাজাতে পারেন। নিচে আমার তৈরী করা মাটন ডাকবাংলো র ছবি টি দিয়ে দিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Pink
Pink @cook_17348955

Similar Recipes