চিকেন বাটার মশলা (chicken butter masala recipe in Bengali)

Samita Sar
Samita Sar @cook_25646655

#GA4 #Week19
এই সপ্তাহের ধাঁধা থেকে বাটার মশলা বেছে নিয়ে আমি বানালাম বাটার চিকেন ।এই পদটি লুচি, পরোটা বা পোলাও এর সঙ্গে ভালো লাগে।আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করেছি।

চিকেন বাটার মশলা (chicken butter masala recipe in Bengali)

#GA4 #Week19
এই সপ্তাহের ধাঁধা থেকে বাটার মশলা বেছে নিয়ে আমি বানালাম বাটার চিকেন ।এই পদটি লুচি, পরোটা বা পোলাও এর সঙ্গে ভালো লাগে।আমি রেস্টুরেন্ট স্টাইলে রান্না করার চেষ্টা করেছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
৫ জন
  1. ৬০০গ্ৰামবোনলেস মুরগির মাংস
  2. ১/২ চা চামচ লবণ
  3. ১ চা চামচ আদা ও রসুন বাটা
  4. ১চা চামচ জিরে ও ধনে গুঁড়ো
  5. ১/২ চা চামচ হলুদ
  6. ১/২ চা চামচ গরম মশলা
  7. ১ চা চামচ লেবুর রস
  8. ১চা চামচকাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  9. ২ চা চামচ টকদই
  10. ২ চা চামচচিকেন ভাজার জন্যে মাখন
  11. ৪ টেসস বানানোর জন্যে টমেটো
  12. ১ টি পেয়াঁজ বড়
  13. ১৫ টি কাজু ও আমন্ড মিশিয়ে
  14. ২ চা চামচআদা টুকরো
  15. ৪ কোয়া রসুন
  16. ২টো এলাচ
  17. ১/২ টুকরো জয়িত্রী
  18. ১/২কাপ জল
  19. স্বাদ মতোলবণ
  20. ৩ চা চামচআর রান্নার জন্য বাটার
  21. ১ চা চামচ আদা কুচি
  22. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কা গুঁড়ো
  23. ২ টো লঙ্কা
  24. ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো
  25. ৩চা চামচ ক্রীম
  26. ১/৪ চা চামচ কসুরি মেথি
  27. ১ চা চামচ চিনি
  28. স্বাদমতলবণ

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে মাংস ম‍্যারিনেট করে নেবো,এরজন্য নুন,আদারসুন বাটা,জিরে ও ধনে গুড়ো, গরমমশলা, লেবুর রস ও দই,কাশ্মীরী লঙ্কা গুড়ো দিয়ে একসাথে ভালো করে মাখিয়ে ঘন্টা খানেক রেখে দিয়েছি

  2. 2

    এবার সস করে নেবো।১/২ কাপ জল গ‍্যাসে বসিয়ে ফুটে উঠলে একে একে এলাচ,জয়িত্রী, দারচিনি টুকরো, কাজু ও আমন্ড,রসুন, টুকরো করে কাটা পেয়াঁজ, আদা টুকরো, টমেটো ও নুন দিয়ে ভালো করে ফুটিয়ে,টমেটো সেদ্ধ হয়ে এলে নামিয়ে ঠান্ডা হতে দিয়েছি,ঠাণ্ডা হওয়ার পর মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি।তারপর ছেকে নিয়েছি।

  3. 3

    এবার প‍্যানে ২ চামচ মাখন দিয়ে হাল্কা গরম হলে ম‍্যারিনেট করা চিকেন দিয়ে ভেজে নেবো, অল্প আচে।

  4. 4

    এবার ননষ্টিক কড়াইয়ে ৩ চামচ মাখন দিয়ে ১চামচ আদাকুচি,২টো চেড়া লঙ্কা,১ চামচ কাশ্মীরী লঙ্কা গুড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে মধ্যে একটু জল দিয়ে আবার ও নাড়িয়ে সস দিয়ে দেবো,ফুটে উঠলে চিকেন দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো।মাংস ফুটে সেদ্ধ হয়ে এলে ক্রীম ও চিনি দিয়ে দেবো,আমি বাড়িতে দুধের সর ও দুধ মিশিয়ে ফুটয়ে ঘন করে নিয়েছি।এবার কসুরি মেথি ওগরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি।

  5. 5

    এবার প্লেটে ঢেলে ওপরে ধনেপাতা কুচি, লঙ্কা ও ক্রীম দিয়ে সাজালাম,একটু মাখন ও ওপরে দিয়ে ছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Samita Sar
Samita Sar @cook_25646655

Similar Recipes