ফুচকা

Soma Bhattacharjee
Soma Bhattacharjee @soma91_rannabanna

#as
#week2
বস্তুতঃ এই সুখাদ্য টি প্রায় সকল রমণী ও অনেক পুরুষেরও প্রিয়তম একটি সুখাদ্য আর বর্ষাকালে এর জুড়ি মেলা ভার, ভারতের বিভিন্ন প্রদেশে বিবিধ নামে পরিচিত যথাঃ- গোলগাপ্পা, পানিপুরি রয়েছে আরও অনেক নাম, সবাই বুঝেই গেছেন তা হোলো আমাদের প্রিয় ফুচকা।

ফুচকা

#as
#week2
বস্তুতঃ এই সুখাদ্য টি প্রায় সকল রমণী ও অনেক পুরুষেরও প্রিয়তম একটি সুখাদ্য আর বর্ষাকালে এর জুড়ি মেলা ভার, ভারতের বিভিন্ন প্রদেশে বিবিধ নামে পরিচিত যথাঃ- গোলগাপ্পা, পানিপুরি রয়েছে আরও অনেক নাম, সবাই বুঝেই গেছেন তা হোলো আমাদের প্রিয় ফুচকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০ মিনিট
৫ জনের জন্য
  1. ৫০০গ্রামময়দা
  2. ৩টিআলু
  3. ২৫০গ্রামমটর
  4. ৬-৭টিকাঁচালঙ্কা
  5. ১০০ গ্রামধনেপাতা
  6. ৪ চা চামচশুকনো লঙ্কা গুঁড়ো
  7. ১০০ গ্রাম তেঁতুল
  8. ৫-৬টাপাপড়ি ফুচকা
  9. পরিমাণ মত সাদা তেল
  10. ১ /৪চা চামচ সাদা লবণ ময়দা মাখার জন্য
  11. স্বাদ মতবিটনুন
  12. ১/৪চা চামচচিনি
  13. ১ টা গন্ধরাজ লেবু
  14. প্রয়োজন অনুযায়ীআমচুর পাউডার
  15. ২০০গ্রামটকদই
  16. ৩টেটমেটো সস পাউচ
  17. পরিমাণ মতঝুরি ভাজা

রান্নার নির্দেশ সমূহ

৪০ মিনিট
  1. 1

    °প্রথম ধাপ - প্রথমে ভালো করে সাদা তেল এবং নুন দিয়ে ময়ান দিয়ে ময়দা মেখে রাখতে হবে।

  2. 2

    °দ্বিতীয় ধাপ - তারপরে আলু
    সিদ্ধ করে খোসা ছাড়িয়ে এবং তার সাথে মটর সিদ্ধ (যাতে মটর পুরো গলে না যায়), তার মধ্যে পাপড়ি ফুচকা গুলো ভেঙে দিয়ে, অর্ধেক পরিমাণ ধনেপাতা কুচি করে এবং কয়েকটি কাঁচালঙ্কা সিদ্ধ করে দিয়ে, পরিমাণ মতো শুকনো লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো আমচুর পাউডার ও বিটনুন দিয়ে ভালো করে চটকে মেখে রাখতে হবে।

  3. 3

    °তৃতীয় ধাপ - এরপরে ময়দা থেকে ছোটো ছোটো লেচি কেটে ছোটো ছোটো আকারের লুচির মতো সমান করে বেলে (সমান করে না বেললে ফুলবে না) তারপর সেগুলি কড়াইতে সাদা তেল গরম করে ডুবো তেলে ভালো করে ভেজে তুলতে হবে (খেয়াল রাখতে হবে যাতে পুড়ে না যায়)।

  4. 4

    °চতুর্থ ধাপ - তেঁতুল ভিজিয়ে তার মধ্যে বিটনুন, যৎসামান্য চিনি, বাকি ধনেপাতা কুচি, বাকি সিদ্ধ করা কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা গুঁড়ো এবং গন্ধরাজ লেবুর রস দিয়ে তেঁতুল জল তৈরি করে রাখতে হবে।

  5. 5

    °পঞ্চম ধাপ - এরপরে কিছু ফুচকার পেট ফাটিয়ে তার মাঝে আলু মাখা ভরে টকজল দিয়ে পরিবেশন করুন।

  6. 6

    °ষষ্ঠ ধাপ - বাকি ফুচকার পেটের ভিতর আলু মাখা পুর ভরে তার উপরে টকদই ও টমেটো সস্ দিয়ে এবং উপরে ঝুরি ভাজা ছড়িয়ে পরিবেশন করুন দই ফুচকা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Soma Bhattacharjee
Soma Bhattacharjee @soma91_rannabanna

মন্তব্যগুলি

Similar Recipes