পাম্পকিন স্যুপ (pumpkin soup recipe in Bengali)

Madhurima Chakraborty
Madhurima Chakraborty @madhukitchenworld
অস্ট্রেলিয়া

#Happy national Pumpkin Day.

ওয়েট লস করার জন্য খুব ভাল রেসিপি।

পাম্পকিন স্যুপ (pumpkin soup recipe in Bengali)

#Happy national Pumpkin Day.

ওয়েট লস করার জন্য খুব ভাল রেসিপি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
৪জন
  1. ৫০০ গ্রাম পাম্পকিন
  2. ১/২ পেয়াজ
  3. ৪-৫ টা রসুন কুচি
  4. ১ চা চামচ আদা কুচি
  5. ১ চা চামচ সামরিচ
  6. ১ চা চামচ কালো মরিচ
  7. ২ কাপ চিকেন স্টক
  8. ১ চা চামচ পার্সলে কুচি
  9. ১ চা চামচ তেল
  10. ১ চা চামচপ্যাপরিকা

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    প্রেশার কুকারে ১ চামচ তেল গরম করে তাতে পেয়াজ,আদা,রসুন কুচি ভেজে

  2. 2

    তাতে কুমরো পাতলা করে কেটে রাখা সেটা দিয়ে ভাজতে হবে।তারপর তাতে সব মশলা দিতে হবে।

  3. 3

    হাল্কা ভাজা হলে তাতে চিকেন স্টক দিয়ে ঢাকনা হাল্কা আচে ৩ টে সিটি মারতে হবে।

  4. 4

    সিটি হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে পিউরি বানিয়ে নিতে হবে।ব্যাস রেডি ওপরে কিছু পার্সলে কুচি ছরিয়ে বিরেডস্টিক দিয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Madhurima Chakraborty
Madhurima Chakraborty @madhukitchenworld
অস্ট্রেলিয়া
আমি একজন খুবই সাধারন নারী যে থাকে স্বামীর কাজের সূত্রে মেলবোর্ন শহরে।যার কাছে শুধু রান্না ছারা আর কোনো তলোয়ার নেই, এই অসাধারন জীবনযাত্রায় যুদ্ধে লরাই করার জন্য।এই লরাই তে যে আমি সব জিতেছি তা নয়,তবে বেশির ভাগ সময় প্রশংসা পেয়েছি।তারপর এই কুকপ্যাডের সঙ্গে জরিত হয়েছি,প্রতে্যক সপ্তাহে নতুন নতুন থিমে রান্না করে,আরো উৎসাহ দেওয়ার জন্য আমি খুবই গর্বিত যে আমি এই পরিবারের সদস্য।
আরও পড়ুন

Similar Recipes