সর্ষে ইলিশ (shorshe ilish recipe in bengali)

Ranu Hazra
Ranu Hazra @cook_36840282

সর্ষে ইলিশ (shorshe ilish recipe in bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

20 মিনিট
2 জন
  1. 10 টুকরোইলিশ মাছ
  2. 4 +1 টি চা চামচ সর্ষে বাটা ও লঙ্কা বাটা
  3. 1/2 চা চামচকালো জিরা
  4. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  5. স্বাদ মত নুন
  6. পরিমাণ মত জল
  7. 4 টিকাঁচা লঙ্কা
  8. 4 চা চামচটক দই

রান্নার নির্দেশ সমূহ

20 মিনিট
  1. 1

    প্রথমে ইলিশ মাছ ভালো করে বেছে ও ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

  2. 2

    কড়ায়-এ তেল দিয়ে হালকা করে মাছগুলো একটা একটা করে ভেজে নিতে হবে।

  3. 3

    তারপর ওই কড়াইতে কালোজিরা দিয়ে সরষে বাটা দিয়ে দিতে হবে ও কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে।

  4. 4

    এরপর দিতে হবে টক দই। টক দই টা ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর দিতে হবে ও একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে এবং লবণ ও হলুদ দিয়ে দিতে হবে।

  5. 5

    গ্যাস বাড়িয়ে দিতে হবে।যখন জল ফুটে উঠবে তখন মাছগুলো ফেলে দিতে হবে। মাছগুলোর সাথে কাঁচালঙ্কাও মাঝখানটা কেটে নিয়ে দিয়ে দিতে হবে এবং কড়াইয়ের মুখ ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে।

  6. 6

    পাঁচ মিনিট পর তৈরি হয়ে যাবে সরষে ইলিশ। গরম গরম ভাতে জমে যাবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ranu Hazra
Ranu Hazra @cook_36840282
রান্না করতে ভালোবাসি।
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes