পোলাও চালের ক্ষুদের ভাত

Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

আমাদের বি-বারিয়াতে চালের ক্ষুদ হয় অনেক মজার দেশি চালের ক্ষুদ,শহরে থাকি বলে চাওয়া মাএই ওই চালটা পাওয়া যায় না,তবে গ্রামে আশা যাওয়া ক্ষেএে চাচিরা ক্ষুদের চাল দিয়ে দেয় তা খুবই সীমিত ,আমার ভিষন পছন্দের তাই আম্মা দোকানিকে ওই চালটা অডার করে রাখে,এগুলো যখন কিনে তখন থেকে আস্তে আস্তে সবাই কিনে কিন্তু দেশি চালটা আনে না পোলাউর মত একটা ভাংগা চাল আছে সেটা দিয়েই করতে হয় কিছুই করার নাই।পোলাও চালের ক্ষুদটা নরসিংদী তে অনেক প্রচলিত।

পোলাও চালের ক্ষুদের ভাত

আমাদের বি-বারিয়াতে চালের ক্ষুদ হয় অনেক মজার দেশি চালের ক্ষুদ,শহরে থাকি বলে চাওয়া মাএই ওই চালটা পাওয়া যায় না,তবে গ্রামে আশা যাওয়া ক্ষেএে চাচিরা ক্ষুদের চাল দিয়ে দেয় তা খুবই সীমিত ,আমার ভিষন পছন্দের তাই আম্মা দোকানিকে ওই চালটা অডার করে রাখে,এগুলো যখন কিনে তখন থেকে আস্তে আস্তে সবাই কিনে কিন্তু দেশি চালটা আনে না পোলাউর মত একটা ভাংগা চাল আছে সেটা দিয়েই করতে হয় কিছুই করার নাই।পোলাও চালের ক্ষুদটা নরসিংদী তে অনেক প্রচলিত।

Edit recipe
See report
শেয়ার
শেয়ার

উপাদানগুলি

  1. 2 কাপক্ষুদের চাল
  2. 3 টে চামচআদা,রসুন,পেয়াজ কুচি
  3. লবণ
  4. 5-6 টিশুকনা মরিচ আস্ত/ কুচি
  5. পরিমানমত তেল
  6. 2 টিতেজপাতা

রান্নার নির্দেশ

  1. 1

    হারিতে তেল,তেজপাতা,পেয়াজ,রসুন,আদা কুচি শুকনামরিচ দিয়ে লাল করে ভেজে নিব,আগেই চাল ধুয়ে রেখে চাল দিয়ে নেরেচেরে ভেজে নিব লবণ দিয়ে দিব,পরিমানমত ফুটন্ত পানি দিয়ে ঢেকে দিব,বলক এসে পানি শুষে গেলেই চুলার আচ লো করে দিয়ে ঢেকে দমে রেখে দিব,মাঝে মাঝে নেরেচেরে দিব

  2. 2

    চলটা সিদ্ধ হলে পরিবেশন করুন আলু ভর্তা,সুটকি,মরিচ বাটাধনেপাতা ভর্তা দিয়ে।

Edit recipe
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রান্না করেছেন? আপনার রান্নার একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Asma Akter Tuli
Asma Akter Tuli @Asma_tuli

Similar Recipes