ফ্রাইড ভেজ আটা মোমো সঙ্গে চাটনি

Ratna Ballari Goswami
Ratna Ballari Goswami @ratnaballari

আমি বিকালের জলখাবার/স্ন্যাক্স হিসাবে বানিয়েছি ফ্রাইড আটা ভেজ মোমো। এটা একটা মধ্য এশিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খুব পছন্দ করে। এটা খুবই স্বাস্হ্যকর, পুষ্টিকর ও রুচিকর একটি খাবার।
বাবুর্চিহাট কে ধন্যবাদ জানাই অনুপ্রেরণা দেওয়ার জন্য।
#স্ন্যাক্স
#BaburchiHut

ফ্রাইড ভেজ আটা মোমো সঙ্গে চাটনি

আমি বিকালের জলখাবার/স্ন্যাক্স হিসাবে বানিয়েছি ফ্রাইড আটা ভেজ মোমো। এটা একটা মধ্য এশিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি খাবার। বাচ্চা থেকে বয়স্ক লোক সবাই খুব পছন্দ করে। এটা খুবই স্বাস্হ্যকর, পুষ্টিকর ও রুচিকর একটি খাবার।
বাবুর্চিহাট কে ধন্যবাদ জানাই অনুপ্রেরণা দেওয়ার জন্য।
#স্ন্যাক্স
#BaburchiHut

Edit recipe
See report
Share
Share

Ingredients

1 hr
4 People
  1. আটা-১৫০গ্রাম/১কাপ।
  2. নুন:-১/৪চামচ
  3. ভেজিটেবল অয়েল/সাদা তেল ২/৩ টেবিল চামচ
  4. গাজর ১/২ কাপ
  5. পেঁয়াজকুচি ১/২কাপ
  6. ফুলকপি ১/২কাপ
  7. পেঁয়াজ পাতা ১/২ কাপ
  8. ভুট্টা ১/২ কাপ
  9. ধনেপাতা কুচি ১/২ কাপ
  10. কাঁচালঙ্কা কুচি ৪খানা
  11. ধনেগুড়া ১/২ চামচ + কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ১/২ চামচ
  12. হলুদ গুঁড়া ১/২চামচ, নুন ১ চামচ
  13. টমেটো-৩খানা
  14. লাল শুকনো লঙ্কা - ৫ খানা (বিচি বাদ দিয়ে)
  15. রসুন- ৮/১০ কোয়া
  16. সাদা ভিনিগার - ১বড় চামচ
  17. সয়াসস্-১বড় চামচ
  18. টমেটো সস ২বড় চামচ
  19. নুন- ১/২ চামচ
  20. চিনি -১ চামচ

Cooking Instructions

1 hr
  1. 1

    একটা পাত্রে এক কাপ আটা,১/২চা চামচ নুন ও ৩ টেবিল চামচ সাদা তেল মিশিয়ে,নরমাল জল দিয়ে মেখে একটা ডো বানিয়ে ১৫ মিনিটের জন্য চাপা ঢাকা দিয়ে দিতে হবে।

    এবারে উপরে উল্লেখিত সবজিগুলো কুচি করে কেটে ভালো করে ধুয়ে কড়াইতে ২ চামচ তেল দিয়ে গ্যাসের উপর বসিয়ে গরম করে তারমধ্যে প্রথমে পেঁয়াজকুচি ১মিনিট সতে করে সব সবজি গুলো দিয়ে দিতে হবে। সবজিগুলো যখন মজে আসবে তারমধ্যে নুন, হলুদগুঁড়া, লঙ্কাগুড়া,ধনেগুড়া দিয়ে তরকারি বানাতে হবে। নামাবার আগে ধনেপাতা ও কাঁচালঙ্কা কুচি দিয়ে নামিয়ে ঠান্ডা করে নিতে হবে।

  2. 2

    এবার আটার ডো টাকে ভালো করে ডলে মেখে নিতে হবে।তারপর ছোট ছোট লেচি কেটে চাকি বেলুনিতে পাতলা করে লুচির মত বেলে তারমধ্যে পু্র ভরে ধার গুলো মুড়ে মুড়ে ডিজাইন করতে হবে।

    এবার গ্যাসের উপর জলের ডেকচি বসিয়ে জল ফুটে গেলে, একটা ফুটো ফুটো বাসনে সাদা তেল মাখিয়ে তার উপর মোমো গুলো দিয়ে চাপা ঢাকা দিয়ে ২০ মিনিট ভাপে ফুটাতে হবে এবার তুলে নিয়ে সাদা তেলে হালকা ফ্রাই করে প্লেটে সাজিয়ে দিতে হবে|

  3. 3

    প্রথমে টমেটো ও বিচি ছাড়ানো শুকনো লঙ্কা গুলো অল্প জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।ঠান্ডা হলে টমেটোর খোসা ছাড়িয়ে মিক্সিং জারে রসুনের কোয়া গুলো দিয়ে একটা পেস্ট বানাতে হবে।

    এবার একটা প্যানে মিশ্রণটি ঢেলে দিয়ে ফুটতে দেবো এবং তার মধ্যে এক চামচ ভিনিগার,এক চামচ সয়াসস,দূই চামচ টমেটো সস,১/২ চামচ নুন ও ১ চামচ চিনি দিয়ে নাড়তে হবে।যখন ঘন হয়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এভাবে চাটনি তৈরি হয়ে গেল।

    এবার প্লেটে সাজিয়ে সুন্দর করে দৃশ্যমান করে তুলতে হবে।

Edit recipe
See report
Share

Cooksnaps

Did you make this recipe? Share a picture of your creation!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ratna Ballari Goswami
Ratna Ballari Goswami @ratnaballari
on

Comments

Similar Recipes