চিকেন বিরিয়ানী

Sraddha Tutu Guha
Sraddha Tutu Guha @cook_17333487
রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. চালের জন্য উপকরন -
  2. 1 কাপবাসমতি চাল
  3. লবঙ্গ 4-5 টি
  4. এলাচ 3-4 টি
  5. স্বাদ মতোনুন
  6. 1 ইঞ্চিদারচিনি
  7. 250 গ্রামচিকেন
  8. 1 টেবিল চামচপেঁয়াজ বাটা
  9. 1 চা চামচআদা বাটা
  10. মাংসের জন্য উপকরন -
  11. 1 চা চামচরসুন বাটা
  12. 1 চা চামচলঙ্কা বাটা
  13. 1 চা চামচহলুদ
  14. 1 টেবিল চামচটক দৈ
  15. 1 চা চামচবিরিয়ানি রেডিমেড মশলা
  16. স্বাদ মতোনুন
  17. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  18. বিরিয়ানিতে লেয়ার দেওয়ার উপকরন -
  19. 2 টেবিল চামচঘি
  20. 1 টেবিল চামচবিরিয়ানি মশলা
  21. 1 টেবিল চামচলেবুর রস
  22. 1 টেবিল চামচকেওড়া জল
  23. 1 টেবিল চামচগোলাপ জল
  24. 1/2 কাপকেশর ভেজানো দুধ
  25. 2 টি ভাজা আলুর টুকরো

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে হাঁড়িতে জল ফুটতে দিয়ে তাতে ভাত বানানোর সব উপকরন দিয়ে দিতে হবে ।

  2. 2

    ভাত আধ সেদ্ধ হলে নামিয়ে মার ঝরিয়ে ঠান্ডা হতে দিতে হবে ।

  3. 3

    এবারে কড়াইয়ে তেল গরম করে চিকেনকে কষিয়ে নিতে হবে ।
    এবারে একটি পাত্রে প্রথমে ভাতের লেয়ার তার ওপর লেয়ার এর সব উপকরন একটু একটু করে ছিটিয়ে তার ওপর ভাজা আলু ও একটু করে মাংস দিতে হবে ।

  4. 4

    এভাবে প্রত্যেকটি লেয়ার দিতে হবে । এবারে পাত্রটির মুখ বন্ধ করে ধার দিয়ে মাখা আটা দিয়ে শীল করে দিতে হবে ।
    এবারে 15-20 মিনিট ঢিমে আঁচে দমে রেখে দিতে হবে ।

  5. 5

    হয়ে গেলে গরম গরম চিকেন বিরিয়ানী পরিবেশন করুন ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sraddha Tutu Guha
Sraddha Tutu Guha @cook_17333487

মন্তব্যগুলি

Similar Recipes