আহামরি চিকেন চাপ (aahamori chicken chaap recipe in Bengali)

Snehangshu Biswas
Snehangshu Biswas @cook_20135394

#gharoaranna
#samirdutta
#আমারপ্রথমরেসিপি

আহামরি চিকেন চাপ (aahamori chicken chaap recipe in Bengali)

#gharoaranna
#samirdutta
#আমারপ্রথমরেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট রান্না, ম্যারিনেট এর জন্য আলাদা।
৩ জনের জন্য
  1. ৫০০ গ্রাম চিকেন
  2. ২ টো মাঝারি পেঁয়াজ
  3. ৫ টা কাঁচা লংকা
  4. ১০-১৫ কোয়া রসুন
  5. ১.৫" আদা
  6. ২ টেবিল চামচ পোস্ত
  7. ১০-১২ টা কাজু বাদাম (ভেজানো)
  8. ১ টেবিল চামচ চার - মজোগ (ভেজানো)
  9. ৬-৮ টা কিসমিস
  10. ২ চা চামচ কাশ্মীরি লংকা গুড়ো
  11. ১ কাপ টক দই
  12. 2চা চামচ চাপের মশলা
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ১ চা চামচ ছাতু
  15. ১ চা চামচ গোলাপ জল
  16. ১/২ চা চামচ কেওড়া জল
  17. স্বাদ মতলবণ
  18. ২-৩ ফোঁটা মিঠা আতর
  19. ১ চা চামচ চিনি
  20. প্রয়োজন মতসাদা তেল
  21. ২ টেবিল চামচ ঘি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট রান্না, ম্যারিনেট এর জন্য আলাদা।
  1. 1

    প্রথমে মিক্সের পাত্রে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টক দই, পোস্ত, চারমগজ, কিসমিস ও কাজু পেস্ট করে নিন।

  2. 2

    একটি পাত্রে পেস্ট করা মসলাগুলো ঢেলে নিন। তার মধ্যে চাপের মসলা, কাশ্মীরি লঙ্কাগুঁড়ো, হলুদ গুঁড়ো, ছাতু, গোলাপজল, কেওড়াজল, মিঠা আতর, চিনি, লবণ, সাদা তেল দিয়ে ভাল করে মিক্স করে নিন। মিক্সার টা চিকেন এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে ২-৩ ঘন্টার জন্য ম্যারিনেট করতে দিন।

  3. 3

    ম্যারিনেট হয়ে গেলে কড়াইয়ে সাদা তেল এবং ঘি দিয়ে ভাল করে গরম করে নিন। গরম হয়ে গেলে গ্যাস টা কে লো করে চিকেনের পিস গুলো দিয়ে দিন। ৫ থেকে ৬ মিনিট পর একটু উল্টে পাল্টে নিন যাতে চারিদিকে ভালোভাবে ভাজা হয়। একটু লালচে হয়ে ভাজা হয়ে গেলে ম্যারিনেট এর বাকি মসলাগুলো ঢেলে দিন। এবার কড়াইয়ে ঢাকা দিয়ে দিন এবং ১৫-২০ মিনিটের জন্য ফুটতে দিন। মাঝে মাঝে একটু নেড়ে নেবেন।

  4. 4

    চিকেন সেদ্ধ হয়ে গেলে ও মসলা কষে গেলে নুন মিষ্টি চেক করে নামিয়ে নিন। নামানোর আগে একটু উষ্ণ দুধের মধ্যে জাফরান ও কেশর দিয়ে গুলে নিয়ে দিতে পারেন।(ঐচ্ছিক)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Snehangshu Biswas
Snehangshu Biswas @cook_20135394

মন্তব্যগুলি

Similar Recipes