ধোসা(dosa recipe in Bengali)

Soma Tina Bhattacharjee
Soma Tina Bhattacharjee @cook_16267761

#lockdown recipe
একটি দক্ষিণ ভারতীয় রান্না

ধোসা(dosa recipe in Bengali)

#lockdown recipe
একটি দক্ষিণ ভারতীয় রান্না

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২ কাপসেদ্ধ চাল
  2. ১কাপবিউলির ডাল
  3. ২ মুঠো ছোলার ডাল
  4. ২ টি বড়ো মাপ র আলু
  5. ১ চা চামচপিঁয়াজ কুচি
  6. ১টি নারকোল
  7. ১ চা চামচকারিপাতা
  8. স্বাদ অনুযায়ীনুন
  9. ২ চা চামচসর্ষে
  10. ২ টিশুকনো লঙ্কা
  11. ১/৪ চা চামচহলুদ গুঁড়া
  12. ১ চা চামচমেথি
  13. ১ চা চামচ করে জিরা ধোনে গুঁড়া
  14. ২ চা চামচভাজা বাদাম

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চাল ডাল ভালো করে ধুয়ে জল এ চুবিয়ে তার মধ্যে মেথি দিয়া সারা রাত ভিজিয়ে রাখুন

  2. 2

    সকালে মিক্সি তে ভালো করে পিষে নিন অল্প জল দিয়ে

  3. 3

    ভালো করে হাত দিয়া ফাটিয়া কোনো গরম জায়গায় রেখে দিন

  4. 4

    মোটামুটি ৬ ঘন্টা রাখুন

  5. 5

    তারপর নুন দরকার হলে অল্প জল দিয়ে ভালো করে ফাটান

  6. 6

    তরকারি র জন্য আলু সেদ্ধ করে হাত দিয়া ভেঙে নিন

  7. 7

    কিরাতে ২ চামচ তেল দিয়ে জিরা লঙ্কা কারীপাতা ফোরণ দিন । নুন হলুদ জিরা গুঁড়া বাদাম মিশিয়ে আলু মাখার মতো করে নিন।

  8. 8

    চাটু ভালো করে গরম করুণ।জল ছিটা দিয়া সুতি র কাপড় দিয়ে মুছুন

  9. 9

    ওই চাটু তে চাল র মিশ্রণ দিয়া গোল করে নিন খুব পাতলা হবে

  10. 10

    ওপর দিয়ে সাদা তেল দিন

  11. 11

    লাল রং ধরছে বুঝতে পারলে আস্তে আস্তে চারিদিক দিয়া তুলুন

  12. 12

    মাঝ এ তরকারি নারকোল কুচি পিয়াজ কুচি দিন

  13. 13

    ভাঁজ করে নামান

  14. 14

    চাটনি র জন্য নারকোল অল্প ছোলার ডাল দিয়া বেটে নিন

  15. 15

    করাতে এক চামুচ তেল দিয়ে লঙ্কা সর্ষে কারীপাতা নুন দিয়া অল্প নেড়ে ওটা চাটনি র ওপর ঢেলে দিন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soma Tina Bhattacharjee
Soma Tina Bhattacharjee @cook_16267761

Similar Recipes