সোয়া মাঞ্চুরিয়ান(soya manchurian recipe in Bengali)

Sairindhree's kitchen
Sairindhree's kitchen @cook_23334920
Jalpaiguri

#soulfulappetite
এটি একটি নিরামিষ রেসিপি

সোয়া মাঞ্চুরিয়ান(soya manchurian recipe in Bengali)

#soulfulappetite
এটি একটি নিরামিষ রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
চার জন
  1. ২ কাপসোয়াবিন
  2. ২ টেবিল চামচময়দা
  3. ২ চা চামচকর্নফ্লাওয়ার
  4. ২টিটমেটো
  5. ২টিক্যাপ্সিকাম
  6. ২ চা চামচআদা লংকা
  7. ১ চা চামচকরে জিরেগুঁড়ো ও ধনে গুঁড়ো
  8. স্বাদ অনুযায়ীনুন আর চিনি
  9. ২ টেবিল চামচটকদই
  10. ২ চা চামচসোয়া সস
  11. ৪ চা চামচটমেটো সস
  12. প্রয়োজন অনুযায়ীধনেপাতা

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে সোয়াবিন গুলোকে ভাল করে সিদ্ধ করে জল ঝরিয়ে নিতে হবে। তারপর সব গুলোর মধ্যে ২ চামচ ময়দা, ২ চামচ টকদই, ১ চামচ কর্নফ্লাওয়ার সামান্য নুন আর সামান্য পরিমাণ জল দিয়ে ভাল করে মেখে নিতে হবে। মাখা হয়ে গেলে তারপর ১০ মিনিট রেখে দিতে হবে।

  2. 2

    ১০ মিনিট পর সোয়াবিন গুলোকে ভালো করে ভেজে নিতে হবে।

  3. 3

    এরপর কড়াইয়ে তেল গরম করে আদা লঙ্কা পেস্ট ফোঁড়ন দিয়ে টমেটো গুলোকে ভাল করে কষিয়ে নিতে হবে। তারপর ক্যাপ্সিকাম গুলোকে হালকা ভেজে নিতে হবে। তার মধ্যে ধনে গুরু আর জিরে গুঁড়ো দিয়ে বানানো মসলাটি ঢেলে দিতে হবে তারপর সামান্য জল দিয়ে নাড়াচাড়া করার পর ৫ মিনিট ঢেকে রাখতে হবে। ৫ মিনিট পর ঢাকনা সরিয়ে ২ চামচ সয়াসস ৪ চামচ টমেটো সস দিয়ে হবে। তারপর স্বাদমতো নুন আর চিনি দিতে হবে। তারপর অর্ধেক কাপ জলের মধ্যে দু চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে ঢেলে দিতে হবে। সেটা দেওয়ার পর দেখা যাবে একটা থকথকে ভাব চলে এসেছে।

  4. 4

    অবশেষে নামানোর আগে ধনেপাতা মিশিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল নিরামিষ সোয়া মাঞ্চুরিয়া ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sairindhree's kitchen
Sairindhree's kitchen @cook_23334920
Jalpaiguri
l love cooking ♥️
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Similar Recipes